সৈয়দ এম হোসেন বাবু, লসএঞ্জেলস, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৭ মার্চ রবিবার জাতিরজনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে লসএন্জেলেসে ‘শিশু কিশোর’দের সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয় । কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক পরিবারের গুনীজন, কমিউনিটিবাসীর স্বতস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে । অনুষ্ঠানে মাননীয় কনসাল জেনারেল জনাব প্রিয়তোষ সাহার উপস্থিতি।
তাবাসসুম জামান শর্মী ও সিয়ামুস সাকিবা এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশে বড় হওয়া পরবর্তী প্রজন্মকে দেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস -ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে পরিচিত করার এমন উদ্যোগ দরকার।
কবিতা আবৃত্তি, ছড়া পাঠ, নৃত্য পরিবেশনা ও দেশাত্মবোধক গান গেয়ে প্রবাসী শিশু কিশোররা উপস্থিত সুধীজনের প্রশংসা কুড়ায় ।
অনুষ্ঠানের উপস্থাপিকা তাবাসসুম জামান শর্মী উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, আমরা বাংলাদেশের কৃষ্টি -সংস্কৃতি, সভ্যতা, ইতিহাস, ভাষা আন্দোলন -স্বাধীনতা সম্পর্কে জানতে চাই কিন্তু যথাযথ পুস্তক, পত্রিকার অভাবে তা পারছিনা । আপনাদের মাধ্যমে সরকারের কাছে বিনীত অনুরোধ যাতে বিদেশে অবস্থানরত দূতাবাসগুলো এ ব্যাপারে আমাদের সহায়তা করেন। অনুষ্ঠান আয়োজনে ছিলেন নব্বই দশকের বিশিষ্ট ছাত্রনেতা জনাব ফিরোজ আলম ও মিসেস আলম । সার্বিক সহায়তায় ছিলেন কানেক্ট বাংলাদেশ এর সমন্বয়ক জনাব মোস্তফা জামান ও মিসেস জামান।