জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বিপুল আনন্দ ও উৎসাহের মধ্যদিয়ে বাংলাদেশ হাইকমিশনে পালিত হল ৪৭তম মহান বিজয় দিবস যুক্তরাজ্যে ।
১৬ ডিসেম্বর রবিবার লন্ডন, ইউকের ব্যান্ডেল পাওয়েল হাউজে সকাল সকাল ১১ টায় বিপুল সংখ্যক মানুষের মধ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের সাথে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি উদ্ভোধন করেন যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
জাতীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ত্রিশ লক্ষ সহিদের রক্ত ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে সকল উৎসর্গকারী সহিদের আত্মার মাগফেরাত বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া কামনা করা হয় ।
এ সময় যুক্তরাজ্যের কমিউনিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাস্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্রীয় প্রতিমন্ত্রীর বানী পাঠ করে শুনানো হয়।
বিকেল ৩ টায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলাদেশ একটি দেশের জন্য ১৯৫২ সাল থেকে ১৯৭১ শীর্ষের এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় । আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহান ভাষা আন্দোলনের সালের একটি অমর সঙ্গীত রচয়িতা সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী এবং যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অনুতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ শুভেচ্ছা বক্তব্য রাখেন
ভারতের হাইকমিশনার রুশিগনশেম, ব্রিটিশ সাংসদ পল স্কালি এবং টাওয়ার হ্যামলেটের স্পিকার আয়াস মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন ।