জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্য প্রবাসী লন্ডনের বারকিং এর বাসিন্দা মোঃ আবুল হাসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিং জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল ২০২০ মারা গেছেন (ইননা লিল্লাহী ওয়া ইননা ইলাহী রাজিউন)। তিনি দীর্ঘদিন ইতালির মান্তভায় ছিলেন। পরে লন্ডনে এসে বসবাস শুরু করেন। তার দেশের বাড়ি মানিকগঞ্জ জেলায়।