প্রেস বিজ্ঞপ্তিঃ ২৫ এপ্রিল, ২০২১ রবিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিদের অংশগ্রহণে ইউকে সময় বিকাল ৪টা বাংলাদেশ সময় রাত ৯ টা এবং নিউইয়র্ক সময় সকাল ১১ টায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয় ‘৬ মে ২০২১ লন্ডন বারাহ অব টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র এর গণভোট হ্যাঁ / না- ‘’রাজনীতির সমীকরণ’’। উক্ত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানটি ইউকে বাংলাটিভি’র ফেইস বুক এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
তৌফিক মিনারের সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটিশ কারি এওয়ার্ডস এর প্রতিষ্ঠাতা এনাম আলী ওবিই, বিশিষ্ট সাংবাদিক ও এস্পাইর পার্টি টিএইচবিসি এর চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বারাহ অব টাওয়ার হ্যামলেটস এর সাবেক সিভিক মেয়র দরস উল্লাহ, লন্ডন বারাহ অব টাওয়ার হ্যামলেটস এর সাবেক প্রথম নির্বাহী ডেপুটি মেয়র এ এম অহিদ আহমেদ।