জাহাঙ্গীর আলম সিকদর, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৫ মে, ২০২১ বুধবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ইউকে সময় সন্ধ্যা ৬.৩০ টা, বাংলাদেশ সময় রাত ১২.৩০ টা এবং নিউইয়র্ক সময় বেলা ১ টায় এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয় ‘৬ মে ২০২১ লন্ডন বারাহ অব টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র এর গণভোট হ্যাঁ / না- ‘রাজনীতির সমীকরণ’।
উক্ত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানটি ইউকে বাংলাটিভি’র ফেইসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
তৌফিক মিনারের সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লন্ডন বারাহ অব টাওয়ার হ্যামলেটস এর সাবেক সিভিক মেয়র দরস উল্লাহ, লন্ডন বারাহ অব টাওয়ার হ্যামলেটস এর সাবেক স্পীকার খালেদ উদ্দিন আহমেদ, কাউন্সিলর আসমা ইসলাম, সাবেক স্পীকার কাউন্সিলর সাবিনা আক্তার, সাবেক কাউন্সিলর লিমা কোরায়েশী, সাবেক কাউন্সিলর আহমেদ হুসাইন।