যুক্তরাজ্য, লন্ডন প্রতিনিধি: সিলেট লেখক ফোরাম’র উদ্যোগে নাগরী গবেষক যুক্তরাজ্যের জেমস লয়েড উইলিয়ামসের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ এর উদ্যোগে লন্ডনে জেমস লয়েড উইলিয়ামসের গবেষনাকেন্দ্রে এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি গীতিকার কবি নাজমুল ইসলাম মকবুল। জেমস লয়েড উইলিয়ামস এসময় সিলেট লেখক ফোরামের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং ফোরামের ১২ বছরপূর্তি উপলক্ষে সংগঠনের আয়োজনে ২০১৬র ১৪ নভেম্বর সিলেটে আন্তর্জাতিক সাহিত্য উৎসব ও গুণীজন সংবর্ধনায় তাঁর অংশগ্রহণের স্মৃতিচারন এবং ১২ দিন ব্যাপী চমৎকার আয়োজনের প্রশংসা করেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, সিলেট লেখক ফোরাম সাহিত্য সংস্কৃতি চর্চার পাশাপাশি অসহায়দের চিকিৎসাসেবায় অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বর্তমানেও সে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তারা আরও বলেন, দেশে বিদেশে সাহিত্য বিষয়ক অনুষ্ঠানের পাশাপাশি আমাদের গুণীজনদের সম্মান দিতে গুণীদের স্মৃতিময় স্থানসমূহে সাহিত্য আড্ডা আয়োজনের মাধ্যমে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী জানিয়ে তা বাস্তবায়নে জন্য লেখক ফোরাম আন্দোলন চালিয়ে যাচ্ছে। শুধু তাইন নয়, সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাহিত্য সাধনায় উদ্বুদ্ধকরণ ও প্রতিযোগিতা আয়োজনের মতো আমাদের বিভিন্ন কার্যক্রমও সবার নজর কেড়েছে। লেখক ফোরাম ১২ বছর পূর্তিতে ১২ দিনের অনুষ্ঠানমালা ও আন্তর্জাতিক সাহিত্য উৎসবের বিশাল কর্মসূচি পালন করেও ইতিহাস সৃষ্টি করেছে।
পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপন কার্যক্রম, লেখক সম্মাননা, মেধাবীদের সম্মাননা, রত্মগর্ভা মা বাবা সম্মাননা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, গরীবদের বিবাহসহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানসমুহে শিক্ষাসামগ্রী বিতরণসহ আমাদের ব্যতিক্রমী সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে সকল মহলের সহযোগিতা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন নেতৃবৃন্দ।