জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠার জন্য সালাম, রফিক, বরকত, জব্বার সহ নাম না জানা শহিদদের স্মরণে এবং আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন উপলক্ষে সর্ব ইউরোপিয়ান বাংলাদেশি এসোসিয়েশন ইন ইউকে এর উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি ২০২০ পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠান এবং গিয়াস উদ্দিনের পরিচালনায় ফোরকান চৌধুরীর কোরআন থেকে তেলাওয়াত এবং নীরবতা পালনের মধ্য দিয়ে সভা শুরু হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এম এ জলিল তার উদ্বোধনী বক্তৃতায় বলেন, পাকিস্তানীরা মোহাম্মাদ আলী জিন্নাহ তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার পরিবর্তে উর্দুকে রাষ্ট্র ভাষা ঘোষণা করলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বাংলাদেশে আন্দোলন শুরু হয়। এতে পুলিশের গুলিতে সালাম, রফিক, জাব্বার বরকত সহ যারা শহীদ হন। তাদের স্মরণে ও আত্মার মাগফেরাত কামনায় এই আলোচনা সভা করা হয়। ১৯৯৯ সালের ১৭ ই নভেম্বর ইউনস্কো কর্তৃক আন্তর্জাতিক ভাষা দিবসের অধিকার প্রতিষ্ঠায় কানাডা প্রবাসী ২ বাংলাদেশি রফিকুল ইসলাম, আব্দুস সালাম এবং কানাডা হাইকমিশন,প্যারিস দুতাবাস এবং নিউইয়র্ক স্থায়ী মিশনের কূটনৈতিক সহ সকলের প্রচেষ্টা প্রধানমন্ত্রীর এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুমিকার ভূয়সী প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি তৌফিক তফাদার, আব্দুল হাকিম সিকদার, হাবিবুল্লাহ, শফিউল আলম, রতন কামাল, মোহাম্মাদ মাসুদ এবং সামসুল হক প্রমূখ। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদের সমাপনী বক্তৃতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।