জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ১৬ ডিসেম্বর সন্ধায় পূর্ব লন্ডনের একটি হোটেলে সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্য কর্তৃক বাংলাদেশের মহান বিজয় দিবস এর অনুষ্ঠানটি উৎসব মুখর পরিবেশে উৎযাপন হয়।
এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোশারফ হোসেন (বীর মুক্তিযাদ্ধা)।সংগঠনে সাধারণ সম্পাদক এড. টি.এম.জানে আলম (বুলবুল) এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন জনাব কনকন কান্তি ঘোষ এবং আউয়াল হাওলাদার ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোশারফ হোসেন, এডভোকেট টি.এম.জানে আলম (বুলবুল), কনকন কান্তি ঘোষ, খোকন হায়দার, রফিক পাটোয়ারী, বি.এম. শফিক, ডা: শম্পা দেওয়ান, জাহাঙ্গীর আলম, আব্দুল আল মামুন, হাবিবুর রহমান,, ডা: রউফ উদ্দীন, হাবিবুর রহমান, আউয়াল হওলাদার, মামুন আলম, তুষার আহম্মেদ প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পূর্বাকাশে সূর্যের আলো ধীরে ধীরে আবারো কালো হয়ে আসছে, রাজাকার আলবদর, আলশামসদের পাল্লা কিংবা স্বাধীনতা বিরোধী বেইমানদের বুলি আজ বরই ভারি হয়ে আসছে, ১৭৫৭ সালের পলাশীর আম্রকাননকেও হার মানিয়ে ছাড়বে,তাই সকল স্বাধীনতার পক্ষের শক্তিকে একত্রিত হয়ে এ বিজয়ের মাসে স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয় যুক্ত করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।
২য় পর্বে সাংস্কৃতিক সম্পাদিকা শিল্পী ডা: শম্পা দেওয়ানের এবং শিল্পী হীরক এর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যদিয়ে সভা সমাপ্তি হয়