জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৮ মার্চ ২০২০, রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সপ্নীল এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে ।
শামীমা মিতার উপস্থাপনা এবং পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেট এর মেয়র জন বিগস, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি গোলাম মোস্তাফা, মিডিয়া ব্যক্তিত্ব উর্মি মাজহার, সাজিয়া স্নিগ্ধা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সেক্রেটারি সাজেদুর রহমান ফারুক, বাংলাদেশ হাইকমিশন এর ফাষ্ট সেক্রেটারি এ কে মনিরুল হক, কাউন্সিলর জোসনা ইসলাম, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আশিকুর রহমান, ফয়জুর রহমান জনাব আহাদ চৌধুরী, সেলিম আহমদ খান। রুবি হক, মজিবুল হক মনি ব্যরিস্টার বিধান গোস্বামী।
অনুষ্ঠানে চারজন নারী ব্যক্তিত্বকে সন্মাননা প্রদান করা হয়। তারা হলেন, ডলি ইসলাম সঙ্গীতশিল্পী গৌরী চৌধুরী, বিবিসি’র প্রেজেন্টার নাদিয়া আলী এবং নতুন প্রজন্মের অনন্যা চৌধুরী বর্ষা। বর্ণিল এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, ইলভা ফিরোজ গৌরী চৌধুরী, সাজ্জাদ, শেফালী, পলিন নার্গিস, শাহনাজ সুমী এবং শিশু শিল্পী মোহনা। নৃত্য পরিবেশন করেন লুজান, নন্দিনী এবং লরেন।

স্বপ্নিল এর সভাপতি শাহনাজ সুমী এবং সেক্রেটারি সেলিনা চৌধুরী অনুষ্ঠানে আসার জন্য দর্শক-শ্রোতাদের ধন্যবাদ জানান ।