শিহাবুজ্জামান কামাল, লন্ডন, যুক্তরাজ্য: আল-কুরআন একাডেমী লন্ডন এর উদ্যোগে ৭ম বারের মত পূর্ব লন্ডনের এল এম সি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনের ইসলামী বইমেল।
২৪,২৫ ও ২৬ নভেম্বর শনি, রবি ও সোমবার পযর্ন্ত চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৭টা পযর্ন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা প্রাঙ্গন।
ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হযেছে বলে জানা গেছে।
আল-কুরআন একাডেমীর কর্ণধার ডঃ হাফেজ মুনীর উদ্দিন জানান ইসলামী এই বইমেলার মাধ্যমে বই প্রেমিকদের মাঝে এক উৎসবমুখী পরিবেশের সৃষ্টি হবে। যারা বই প্রেমিক, ভালো বই পড়তে ভালবাসেন, তাঁরা এই বইমেলা থেকে তাঁদের পছন্দের বই ক্রয় করার সুযোগ পাবেন।
এই বইমেলায় ঢাকা ও কলকাতার নামিদামি অনেক লেখকের মূল্যবান ইসলামী বইগুলো সংগ্রহ করতে পারবেন।
এখানে থাকবে রকমারি বই ও পণ্যসামগ্রীর স্টোল। মেলায় প্রকাশক, বিক্রেতা ছাড়াও বিলেতের অনেক সুনামখ্যাত লেখক, কবি, সাহিত্যকরা উপস্থিত থাকবেন।
এবারের বইমেলায় কুরআনের তাফসীর, হাদীসসহ বিভিন্ন ইসলামীক বইয়ের বিশাল সমারোহ ছাড়াও ক্রেতাদের জন্য বিভিন্ন স্টোল গুলোত থাকছে বিশেষ ছাড়। ছোটদের জন্য থাকবে ইংরেজীতে রকমারি বইয়ের সম্ভার।
বইমেলায় থাকবে সাহিত্য আড্ডা, কবিতা পাঠের আসর, ইসলামী ক্যালিওগ্রাফি কর্ণার ইত্যাদি।
শনিবার ২৪ নভেম্বর বেলা দেড়টায় শুরু হবে বইমেলায় উদ্ভোধনি অনুষ্ঠান। অনুষ্ঠানে ইসলামী স্কলার ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকবেন।
তিন দিনের ইসলামী বইমেলাকে সফল করতে কমিউনিটির সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন আল-কুরআন একাডেমী লন্ডন এর চেয়ারম্যান ডঃ হাফেজ মুনীর উদ্দীন আহমদ।