জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৩১মার্চ রবিবার বিকেলে স্বতঃস্ফূর্ত ও জমজমাট এক অনাড়ম্বর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের রেডব্রীজ টাউন হল কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্যে বসবাসরত ভৈরবাসীদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা সহ বড়দের জন্য ছিল বিভিন্ন খেলাধুলা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আফজাল হোসেন ও পিসি মোমেন ভুঁইয়া। কবির আহমেদ,
শাফি এবং আলামিন এর উপস্থাপনায় কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মাদ ফাহিম। এরপর ১৯৭১ সালের ২৫ মার্চে মধ্যরাতে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর অপারেশন সার্চলাইটের নামে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে নিরস্ত্র বাঙ্গালিদের উপর অত্যাচারের সেই বিভীষিকা এবং দীর্ঘ ৯ মাসের সেই ত্রিশ লক্ষ শহীদদের রক্তের বিনিময় ও যাদের আত্মদানে আমদের জন্মভূমি বাংলাদেশ,তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
তিন পর্বের এই অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মেহেদি হাসান, নাদীম, মান্না, সাদিয়া, রনি । অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আনিছুজ্জামান (ছোট), আলামিন সরকার, নাদিবুর রহমান, তারেক আহম্মেদ, মোহাম্মদ খোকন, শাহ হোসেন প্রমুখ। চিত্রাংকনে শাহনাজ আনোয়ার, নুসরাত জামান, তানিয়া রহমান, সুনিয়া হোসাইন সহ অনেকে।
বিপুল সংখ্যক দর্শকদের এই অনুষ্ঠানে ছিল শিশুদের গ্রামার স্কুল/সেত/জিসিএস এ + সহ ইউকে অবস্থিত মেধা ছাত্র ছাত্রীদের এ্যাওয়ার্ড প্রদান । শিশুদের কবিতা, নাচ, গান, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও বড়দের বিভিন্ন রকমের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ।
পরিশেষে স্থানীয় শিল্পী ছাড়াও প্রখ্যাতশিল্পী লাবণী বড়ুয়া, দেলোয়ার হোসেন দিলু, মনির হোসেন লেনীনের গানে গানে, র্যাফল ড্র ও রাতের খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।