জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি ১৪ মে মঙ্গলবার রমফোর্ড রোডের কার্ক হলে বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সংগঠনের জেনারেল সেক্রেটারি আফতার আহমেদ ও সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন আনছারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নতুন চেয়ারপারসন কাউন্সিলর আয়েশা চৌধুরী।
জামাল উদ্দিনের কণ্ঠে কুরআন তিলাওয়াত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সভাপতি কাউন্সিলর আয়েশা চৌধুরী তার বক্তব্যে ভবিষ্যৎ পরিকল্পনা ও বিগত বৎসরের কাজকর্ম তুলে ধরেন।
সংগঠনের ফাউন্ডার ট্রাস্টি মাহিদুর রাহমান তার বক্তব্যে ট্রাস্টের শুরু কালের কাজকর্ম, লক্ষ এবং উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের ভাইস চেয়ার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমেদ, কাউন্সিলর আব্দুল হানিফ মুহিত, ট্রাস্টি আব্দুল বারি, জয়েন্ট সেক্রেটারি পারভেজ শাহ প্রমুখ।
অনুষ্ঠানে ৭ জন অতিথি তাদের সদস্যপদ গ্ৰহণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিলের কাউন্সিলর আয়েশা সিদ্দিক, কাউন্সিলর লাকমানি শাহ, কমিউনিটি লিডার ফরিদ উদ্দিন একাউন্টেন্ট মাহবুব মুর্শেদ, নিলুফার মুর্শেদ, সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ আল কামাল, ট্রেজারার জামাল উদ্দিন, ফাউন্ডার চেয়ারম্যান আশিকুর রহমান, ফাউন্ডার ট্রাষ্টি মহিব উদ্দিন, মানিকুর রহমান গনি, মেম্বার আবুল খায়ের নানু, সালেক মিয়া, তাজুল ইসলাম, নুরুল ইসলাম, কদর উদ্দিন, হেনা শেখ, শাপলা সিটির হেড অফ মার্কেটিং জাহাঙ্গীর আলম শিকদার প্রমুখ।