জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: প্রবাসের পূর্ব লন্ডন ম্যানর পার্ক স্থানীয় একটি হলে ইউকে খ্রিষ্টীয় নতুন বছর ২০১৯ পহেলা জানুয়ারিতে উৎযাপন করেছে বিজয় দিবস ও পিঠা মেলার উৎসব।
বৃহত্তর রংপুর সমিতি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি উদযাপন করেন।
নিউহাম কাউন্সিলের ডেপুটি মেয়র ব্যারিস্টার নাজির আহমেদের সভাপতিত্বে এবং সমিতির প্রধান উপদেষ্টা রাজ্জাক মোল্লা এবং বাবুল খান সরওয়ার্দীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নার্গিস সুলতানা এবং মোতাহার হোসেন।
কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিজয় এর মাসে যারা আত্মহুতি দিয়েছেন তাদের স্মরণে অনুষ্ঠানের উপস্থিত সবাই ১ মিনিট নিরবতা পালন করেন।
এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, আব্দুল জলিল, মিলন চৌধুরী, সাইদা বেগম, খাজা সামসুজ্জোহা প্রিন্স, লাভলি খাতুন, ওয়াহিদা রুনা, আয়েশা খাতুন, ইসরাত জাহান, ডেইজী বেগম এবং মামুনুর রশিদ সহ অনেকে।
বক্তারা বৃহত্তর রংপুর সমিতির কর্মকাণ্ড তুলে ধরেন এবং বিজয়ের আনন্দে কেককেটে আনন্দ উপভোগ করেন।
দ্বিতীয় পর্বে সঙ্গীতশিল্পী গৌরি চৌধুরী ও মিলন চৌধুরীর সঙ্গীত পরিবেশনা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা, নাচ, গান এর পুরস্কারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয় ।