জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারের পাদদেশে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ দেশাত্ববোধক গানের মাধ্যমে একে অপরকে বিজয়ফুল পরানোর মধ্য দিয়ে, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারকে স্যালুট দেওয়ার মাধ্যমে বিজয়ফুল কর্মসূচির ১লা ডিসেম্বর ২০২৩ রেপ্লিকা অর্পন করে মুক্তিযোদ্ধাগণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
বিজয় ফুল পরুন বিজয়ের গৌরবে সমুন্নত থাকুন- এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিজয়ফুল পরিধান করার আহবান জানিয়ে বক্তারা বলেন, বিশ্বে একাত্তরের ইতিহাস ছড়িয়ে দিতে বিজয় ফুলের এ প্রয়াস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, মুক্তিযোদ্ধা মেফতা ইসলাম, মুক্তিযোদ্ধা গওস সুলতান, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুর রহমান, কবি শামীম আজাদ।
কর্মসূচি সমন্বয়ক কবি মিলটন রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কবি মুজিবুল হক মনি, সেলিনা শেলী, শামীমা মিতা, অপু ইসলাম, ফিরোজ আহমদ বিপুল, কবি হিলাল সাইফসহ আরো অনেকে। আয়োজকরা জানান, আগামী ১০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের শ্যাডোইলস্থ টার্লিং কমিউনিটি সেন্টারে ‘বিজয় কনসার্ট আয়োজন করা হবে। এতে স্বাধীন বাংলা বেতারের গান পরিবেশনসহ সেইসব গানের প্রাসঙ্গিকতা বিষয়ে আলোকপাত করা হবে।