জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইতালিয়ান বাংলাদেশি ইউকে অর্গানাইজেশন এর পক্ষ থেকে বার্ষিক ওয়াজ মাহফিল ও শিশুদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি এমএম জাকির হোসেনের সভাপতিত্বে এবং জহিরুল ইসলাম মৃধার পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে ওয়াজ মাহফিল অনুষ্ঠান শুরু হয়।পবিত্র কোরআন হাদিসের আলোকে ইসলামিক ওয়াজ শোনার জন্য দূর দুরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
এতে প্রধান অতিথি এবং প্রধান বক্তা শায়খ আব্দুর রহমান মাদানি এবং বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মেদ শরিফ উদ্দিন, প্রধান উপদেষ্টা ফজলুল করিম, প্রাক্তণ সভাপতি সেলিম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মোক্তার হোসেন, আবুল কাসেম রতন, ইব্রাহিম লিঙ্কন, জাকির হোসেন, উপদেষ্টা আসাদ মুন্সী, ছাত্তার মাদবর, কাজী বোরহান, আন্তর্জাতিক সম্পাদক ইয়াসির আরাফাত এবং কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম সহ অনেকেই।
পবিত্র কোরআন হাদিসের আলোকে প্রধান বক্তা ও ইসলামিক চিন্তাবিদ শায়খ আব্দুর রহমান মাদানি বর্তমান প্রজন্মের শিশুদের ইসলামিক চিন্তাধারা নিয়ে প্রতিযোগিতা ও শিক্ষামূলক কিছু প্রশ্নোত্তর রাখেন। সারা বিশ্বের মানব জাতির করোনা ভাইরাসের মত মহামারি থেকে রোগমুক্তি এবং বিশ্ববাসীর জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে দুনিয়া ও আখেরাতের শান্তির জন্য দোয়া ও মোনাজাত করেন ।
সবশেষে কোরআন তেলাওয়াতে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণী এবং নৈশভোজ ও সভাপতির সমাপনি বক্তৃতার মধ্য দিয়ে ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘটে।