জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: জনপ্রিয় অনলাইন মিডিয়া ফেসবুকের সাহিত্য ও জীবন ভিত্তিক সময় উপযোগী শীর্ষস্থানীয় গ্রুপ ‘জীবনের গল্প’ এর সম্মানিত প্রতিষ্ঠাতা এডমিন, অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে একটি অলাভজনক প্রতিষ্ঠান ওয়েলফেয়ার এসোসিয়েশন ‘স্বপ্ন ফাউন্ডেশন’ এর সম্মানিত চেয়ারম্যান, একাধারে সাহিত্য অনুরাগী বিশিষ্ট কবি ও লেখিকা মরিয়ম চৌধুরীর ‘সপ্তর্ষি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল লন্ডন মাইক্রো বিজনেস পার্কে। ২৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার সন্ধ্যা ৭টায় অনলাইন পোর্টাল বাংলাভাষী ডটকম’ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মরিয়ম চৌধুরী মূল্যবান বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে তিনি নিজের কাব্যগ্রন্থ থেকে সবাইকে কবিতা আবৃত্তি করে শোনান। ‘সপ্তর্ষি’ বইটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশের সাতজন নারী কবিদের নিয়ে লিখিত একটি যৌথ কাব্যগ্রন্থ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবনের গল্পের এডমিন জনাব আনোয়ার হোসেন, জনপ্রিয় লেখক সালাম চৌধুরী এবং মিসেস সাহারা খাতুন, নুরজাহান রহমান, লিপি হালদার সহ অনেকে। মিসেস সাহারা খাতুন জীবনের গল্পে বিশিষ্ট আঞ্চলিক ভাষায় লিখিত কবি হিসেবে বেশ জনপ্রিয়। অনুষ্ঠানে তিনিও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। সপ্তর্ষির অপর লেখিকা ও কবি নুরজাহান রহমান তিনিও উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন্নবী চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাভাষী ডটকম এর সম্পাদক এবং সপ্তর্ষি বইয়ের সংকলক ও প্রকাশক অলিউর রহমান খান। এছাড়াও জনপ্রিয় আবৃত্তিকার নাজমুল হোসেন অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য দেন এবং মরিয়ম চৌধুরীর লিখিত কবিতা আবৃত্তি করে শোনান। অনুষ্ঠানে বক্তারা অনলাইন পোর্টাল বাংলাভাষী ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানান। সপ্তর্ষি মোড়ক উন্মোচনের পর বইটির উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।