জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৬ আগস্ট ২০২৩, রবিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জমকালো আয়োনের মধ্যে দিয়ে গেলো ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের আর্টস ও কমিউনিটি সেন্টারে এর আয়োজন করে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল (সিবিআই)। মীর রাশেদ আহম্মদ ও অন্জুমান আরা চৌধুরীর। মীর রাশেদ আহম্মদ ও অন্জুমান আরা চৌধুরীর সঞ্চলনায়। লন্ডনে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের নিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠান ছিল খুবই প্রাণবন্ত। বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত সিবিআই’র প্রতিষ্ঠালগ্নসহ এর গঠণতন্ত্র, কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করে এসময় বক্তব্য রাখেন, সংগঠনটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মদ খিজীর, সদস্য সচিব মাহমুদুর রহমান মান্না, ডা. গিয়াসউদ্দিন আহম্মদ, নুরুল আমিন ও নাসিম চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, টাওয়ার হ্যামলেটের স্পিকার জাহিদ চৌধুরী, এনফিল্ড বোরোর ডেপুটি মেয়র আমিনুল ইসলাম, বার্কিং ও ডেগেনহ্যামের কাউন্সিলার সৈয়দ ফিরোজ গনি, মিডিয়া ব্যক্তিত্ব শওকত মোহাম্মদ টিপুসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও টাওয়ার হ্যামলেট, এনফিল্ড, বার্কিং ও ডেগেনহ্যামের সাবেক ও বর্তমান মেয়র এবং কাউন্সিলরগণ, মিডিয়া বাক্তিত্বসহ যুক্তরাজ্যভিত্তিক ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, বরিশাল, জামালপুর, সিরাজগঞ্জ ও অন্যান্য জেলা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করে। নৈশভোজ পরবর্তী জান্নাতি কাওসার, লিনা, সুমন ভুঁইয়া, হীরা কাঞ্চন হীরক ও ইফাত আরা ‘র গান পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলে উপভোগ করেন।
বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বার্কিং ও ডেগেনহ্যামের সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলার ফারুক চৌধুরী, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান, ঢাকা এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মুফতীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।