অাখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইতালি আওয়ামীলীগের নেতৃবৃন্দ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে যাবার পথে লন্ডনে দুই দিন যাত্রা বিরতি করেন প্রধানমন্ত্রী ।
২২ সেপ্টেম্বর শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে দলীয় নেতা কর্মীদের খোঁজ খবর নেন। এ সময় শেখ হাসিনার সাথে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ হোটেল বলরুমে সাক্ষাৎ করেন।
এসময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, ইতালি মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহানাজ সুমি, ভেনিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর নাসির, আওয়ামী লীগ নেতা মজিবুর সরকার, মিলান লোম্বারদিয়া আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা আসমা জাকিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় শরিয়তপুরের নদী ভাংগনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি, শরিয়তপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী । তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে নদী ভাংগনের সর্বশেষ চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, নদী ভাংগনে অনেক মানুষ নিঃস্ব হয়েছে তা আমাকে ব্যথিত করেছে। আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছি যাতে ভাংগন রোধে সকল ধরনের পদক্ষেপ নেয়।
আওয়ামী লীগ ইটালির সাধারণ সম্পাদক হাসান ইকবাল রোম-ঢাকা-রোম রুটে বাংলাদেশ বিমান চালুর দাবি জানান । এ সময় ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রায় আধা ঘন্টা সময় বিভিন্ন বিষয়ে কথা বলেন দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে।