প্রবাস মেলা ডেস্ক: ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী পিপিএম উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্কুলের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে সম্পন্ন হয়েছে পুনর্মিলনী অনুষ্ঠান। পুনর্মিলনীতে স্কুলের সাবেক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশনেন। মোজাম্মেল হক সুনাম এর সভাপতিত্বে ৮ জুলাই পূর্ব লন্ডনেরস্থানীয় একটি হলে অনুষ্টিত সভা পরিচালনা করেন এম এ হাসনাত চৌধুরী বুলবুল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক মোহাম্মদ আব্দুল মুহিত, কমিউনিটি নেতা আহবাব চৌধুরী খোকন, দেওয়ান আল আজগর জহি, সৈয়দ জহুরুল হক,মুহিবুর রহমান চৌধুরী, মো: আবুল কালাম শিবিল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা স্কুলের স্মৃতি কথা তুলে ধরেন এবং স্কুলের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।