আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ২৭ জুন ২০২২, সোমবার বাংলাদেশ হাইকমিশন লন্ডন যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন মাননীয় মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা মুহিবুর রহমান মুহিব, সভাপতি অলি উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্ক, ইউকে’র সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন আনছার সহ লন্ডনে নব-নির্বাচিত দুই জন মেয়র।
প্রথমেই ইউকে’র সভাপতি আশিকুর রহমান ইতালির নব-নির্বাচিত সভাপতি অলিউদ্দিন শামীম ও সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্ককে মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। তারপর সভাপতি শামীম ও সম্পাদক ক্লার্ক সংক্ষিপ্ত সাক্ষাতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা মন্ত্রীর কাছে বিস্তারিত তুলে ধরেন এবং মন্ত্রীকে বলেন, আমরা অতিশীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো। মন্ত্রী মহোদয় বলেন আমি আশা করি আপনারা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে এবং সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করবেন এবং সঠিকভাবে প্রবাসীদের জন্য কাজ করে যাবেন। আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। মন্ত্রী ইতালি সহ বহির্বিশ্বের সকল বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এর উত্তরোত্তর সফলতা কামনা করেন। অলিউদ্দিন শামীম ও মনোয়ার ক্লার্ক বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে মন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।