জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ১১ নভেম্বর ২০১৯ সোমবার ইস্ট লন্ডন এক্সপ্রেস ইউকে লিমিটেডের আয়োজনে লন্ডনের পাম ট্রি ব্যাংকুয়েটিন এর হলরুমে ডানবি প্রোপার্টিস দুবাই’র বিজনেস প্রমোশনাল ডিনার অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ডিরেক্টর এম. এস. আলম শাহিনের সঞ্চালনায় ডানবি প্রোপার্টিস’র প্রেজেন্টেশন তুলে ধরেন দুবাই থেকে আগত কোম্পানির কর্মকর্তা নূর আল হায়াৎ ও আমির শাহ্জাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট আবুল হায়াৎ নুরুজ্জামান, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, সেইন্ট মার্টিন সলিসিটর এর সত্ত্বাধিকারী ব্যারিস্টার লুৎফুর রহমান, ট্রু ডাইনামিক একাউন্টস এর ডিরেক্টর রাম চন্দ্র সাহা, সায়ীদা সি ফ্যাশন হাউস এর ডিরেক্টর সায়ীদা চৌধুরী, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের কালচারাল সেক্রেটারি মোহাম্মাদ নাসির উদ্দিনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিশেষ অফার ছিল মাত্ৰ ১০ ভাগ ডিপোজিট দিয়ে ফ্ল্যাট বুকিং এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাটের ৫০ ভাগ মূল্য পরিশোধ করলে ফ্ল্যাট হস্তান্তরের সুযোগ। বাকি ৫০ ভাগ ফ্ল্যাট রেন্ট দিয়ে কিস্তিতে পরিশোধ করা যাবে।