কে এম আবুতাহের চৌধুরি, লন্ডন, যুক্তরাজ্য: ১২ জুলাই ২০১৮ বৃহস্পতিবার চুনারুঘাট এসোসিয়েশন ইউকের উদ্যাগে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটোলারিংগলজি বিভাগের চেয়ারম্যান ও গলা সার্জারির প্রধান, সিলেটের চুনারুঘাটের কৃতি সন্তান প্রফেসার ডাঃ কামরুল হাসান তরফদারের সম্মানে লন্ডনের পিকাডেলী সার্কেসের অভিজাত একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান গাজীউর রহমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র ওমর ফারুক আন্সারী, কমিউনিটি নেতা সৈয়দ আব্দুল কাইইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি নেহার মিয়া চৌধুরী, ও সেক্রেটারী তুহিন চৌধুরী, কবি ও কলামিস্ট শিহাবুজ্জামান কামাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী কইয়সর খান, চুনারুঘাট এসোসিয়েশনের ট্রেজারার মাসুক আহমদ প্রমুখ।
সভায় বক্তারা ডাঃ কামরুল হাসান তরফদারের এফ আর সি এম ফোলশীপ অর্জনে অভিনন্দন জানান এবং দেশে সমাজসেবামূলক কাজে বলিস্ট ভুমিকা রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা গরীব ও অসহায় ব্যক্তিদের চিকিৎসায় আরো অবদান রাখার জন্য অনুরোধ জানান। ডাঃ কামরুল হাসান যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে কাজ করায় ধন্যবাদ জানান। তিনি হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে কার্ডিয়াক সেন্টার প্রতিষ্ঠার জন্য আহবান জানান। তিনি চুনারুঘাটের ৭নং উবাহাটা ইউনিয়নে প্রতি বছর এলাকার হাজার হাজার রোগীদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন।