জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যে টাঙ্গাইল জেলা সমিতি ইউকের আহ্বায়ক কমিটির উদ্যোগে ৮ মে ২০২২ রবিবার, পূর্ব লন্ডনের মেনর পার্কের চাইনান রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান উদযাপন করা হয় l এতে বিপুল সংখ্যক টাঙ্গাইলবাসীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে ঈদ পুনর্মিলন উৎসব l
অনুষ্ঠানের শুরুতে সমিতির বর্তমান এবং আগামী দিনের করণীয় বিভিন্ন দিক নিয়ে ২৪শে মে গঠিত আহ্বায়ক কমিটির সমন্বয় আহ্বায়ক কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মনোয়ার মোহাম্মদ l এরপর সমন্বয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আওয়াল মিয়া উপস্থিত অতিথিদের তার শুভেচ্ছা জানান l
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপল শামসুল হুদা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বিশিষ্ট রাজনীতিক আবুল কাসেম, আমিনুল ইসলাম সহিদ, সহিদ সিদ্দিকী। বক্তব্য রাখেন এখলাসুজ্জামান খান টুটুল, সাইফুর রহমান টিটু, জাহিদুল ইসলাম জাহিদ, সামসুল আলম তালুকদার তারেক, ইউসুফ তালুকদার, সাঈদ করিম শিমুল, সামসুল আলম তালুকদার তানজিল, সুমন, রাজীব, শুভন আম্বিয়া প্রমুখ l
এ ছাড়া বাংলাদেশ থেকে অনলাইনে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান টাঙ্গাইল সদর আসনের এমপি মো: সানোয়ার হোসেন, গোপালপুর-ভুয়াপুর আসনের এমপি, তানভীর হাসান ছোট মনি, কালিহাতী আসনের এমপি সোহেল হাজারী, জননেতা মুরাদ সিদ্দিকী, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক মো: আশরাফ আলী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি, জাফর আহাম্মেদ ছাড়াও অনেকে।
মধ্যাহ্ন ভোজ শেষে জমকালো সংগীত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন লন্ডনের এবং বাংলাদেশ থেকে আগত শিল্পীরা। বিপুল সংখক টাঙ্গাইলবাসী স্বতঃস্ফূর্তভাবে সমিতির সদস্য ফর্ম পূরণ করে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন।পরিশেষে অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সমন্বয় আহ্বায়ক আওয়াল মিয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন l