জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: অনাড়ম্বর পরিবেশে ৩ জুলাই ২০২২ লন্ডন Romford Road CHAI NAAN রেস্টুরেন্টে টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র কার্যকরী কমিটির নির্বাচন (২০২২-২০৩৪) সম্পন্ন হয়েছে। বিপুল সংখ্যক ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুপুর ১২ টা থেকে রাত্রী ৮ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
ভোট শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন। এরপর নব নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন ইউকে প্রবাসী টাঙ্গাইলবাসী।
উক্ত কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মনোয়ার মোহাম্মদ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাড. ইফফাত আরা রোজী, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ আব্দুল আহাদ, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সামস তানজিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এহাসানুল আম্বিয়া সুভন।
নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজ্বী ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম এবং সহিদ সিদ্দিকী। সহযোগিতায় ছিলেন আমিনুল ইসলাম সহিদ আহ্বায়ক, আওয়াল মিয়া, সদস্য সচিব এখলাসুজ্জামান খান টুটুল, সাইফুর রহমান টিটু, সাঈদ করিম শিমুল, ইমামুল হক সুমন, নাজমুল আলম রাজীব সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।