জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ১৭ মার্চ ২০১৯ রবিবার অনলাইন গ্রুপ ‘জীবনের গল্প’ এর ১ম বার্ষিকী পূর্ব লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় । পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। এরপর মহান এই স্বাধীনতার মাসে অনলাইন গ্রুপ জীবনের গল্পের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এই গ্রুপের মূল উদ্দেশ্য হচ্ছে সাহিত্যচর্চা, সংস্কৃতি এবং জীবনের বিভিন্ন সুন্দর এবং অসুন্দরের গঠনমূলক আলোচনা এবং আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার উদ্দেশ্যে কাজ করা।
গ্রুপের এডমিন মারিয়াম চৌধুরী এবং আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে সাঈদা চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন কাউন্সিলর আয়শা চৌধুরী, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর এনামুল হক, আঞ্জুমান আরা আনজু, আব্দুল করিম গনি, রেহানা রহমান, ফরিদ আহমেদ, নাজমুল হোসাইন, মামুনুর রশিদ, আশিকুর রহমান, লিপি হাওলাদার সহ বিভিন্ন সংগঠনের সভাপতি এবং কমিউনিটির নেতৃবৃন্দ।
বক্তাগণ প্রবাসের যে যেখানে আছেন সবাইকে বাংলা ভাষার প্রতি শদ্ধাশীল এবং বাংলা ভাষায় প্রতিভাবান ব্যাক্তি কিংবা লেখক-লেখিকা কবি সাহিত্যিক সবাইকে সহযোগিতা এবং আস্থাশীল হওয়ার আহবান জানান।
শেষে গান, কবিতার সাথে সাথে উপস্থিত এবং অনুপস্থিত সবাইকে জীবনের গল্পের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং ফেসবুকে জীবনের গল্প শেয়ার, লাইক এবং সাপোর্ট করার জন্য অনুরোধ করা হয় ।