জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ডিসেম্বর মাস বিজয়ের মাস, বিজয়ের মাসকে সামনে রেখে বৃটেনে জন্ম ও বড় হওয়া নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য ছবি আঁকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে লেডিস ক্লাব ইউকে এন্ড ইউরোপ।
পূর্ব লন্ডনের কলাপাতা রেস্টুরেন্টে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বাচ্চারা বাংলাদেশের জাতীয় পতাকা, শহীদ মিনার স্মৃতিসৌধ সহ বাংলাদেশের প্রাকৃতিক চিত্র ফুটিয়ে তোলে তাদের চিত্রকর্মের মাধ্যমে। নাহিয়াদ কাদরী সহ আরো ছোট ছোট বাচ্চারা বাংলাদেশেকে নিয়ে তাদের গর্বের কথা উপস্থাপন করেন।
লেডিস ক্লাব ইউকের সভাপতি হাসিনা আক্তারের সভাপতিত্বে ও সেক্রেটারী নাসিমা কাজলের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন লেডিস ক্লাব ইউকের উপদেষ্টা পারভিন সুলতানা, রীনা মোশারফ, বন্যা আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা ছাড়াও ক্লাব কর্মকতারা দেশাত্নবোধক সংগীত পরিবেশন করেন। ডঃ নীলিমা ইব্রাহিমের “আমি বিরঙ্গনা বলছি” কবিতা পাঠ করেন হাসিনা আক্তার।
এ ছাড়াও বাচ্চাদেরকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয় এবং বড়দের র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। পুরস্কারের জন্য সেলিম রিও প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন ক্লাবের কর্মকর্তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ডেভলাপমেন্ট সেক্রেটারী খাদিজা মিলি, কোষাধক্ষ্য সামিনা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাজনীন রহমান, কালচারেল সেক্রেটারী রোকসানা হাসি সোনিয়া, ফেরদৌসী রুবা, মনি ইসলাম, আঁখি চৌধুরী, আসমা ইসলাম।