জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: চ্যানেল এস এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ ডিসেম্বর রবিবার বিজয় দিবসের ক্ষণে নিজস্ব কার্যালয়ে কমিউনিটির সর্বস্তরের উপস্থিতিতে উদযাপিত হয়। দিন ভর নানা আয়োজনের স্বতঃস্ফূর্তটার মধ্য দিয়ে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী ।
পাঠান মাসুদ এবং নাদিয়া আলির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে নব নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সাইদা তাসনিম মুনা। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের মেয়র জন বিগস, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক হাইকমিশনার আনোয়ার হোসেন চৌধুরী, এন টি ইউরোপের ডাইরেক্টর মোস্তফা সারুয়ার, চিফ রিপোর্টার আকরাম হোসেন (এনটিভি) শাপলা সিটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বদরোদ্দোজা, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি এবং প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জ্বলিল সিইও তাজ চৌধুরী, ব্রিটিশ এমপি স্টীফিন টিমস। এছাড়াও মিডিয়া ব্যক্তি, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও চ্যানেল এস এর কর্মকর্তা বৃন্দ অনুষ্ঠানে উপস্থি ছিলেন।