জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য: ১০ জুলাই ২০১৮ মঙ্গলবার লন্ডনে বসবাসরত গ্রেটার বরিশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে গ্রিনস্ট্রিটের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি জাহিদ সারোওয়ারের সভাপতিত্বে এবং সৈয়দ কামাল উদ্দিন কাজলের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রধান উপদেষ্টা তরীকুল ইসলাম দোলন, সৈয়দ জামাল কবির, জীয়াঊল কবির কামরুল, ডক্টর বি এম রাজ্জাক, ব্যারিস্টার জাহিদ ইসলাম, একাউন্টেন্ট রাবির হাসান, কম্পিউটার ইঞ্জিনিয়ার জাহিদ খান, খকন, নেছার, গিয়াস, মুস্তাফিজুর রহমান বাবু সহ অনেকে ।
মতবিনিময় অনুষ্ঠানে গ্রেটার বরিশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের আত্মপ্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের সমাজ সংস্কৃতিকে বিশ্বের দরবারে এগিয়ে নেওয়ার জন্য সকল বরিশালের কৃতী সন্তানদের এবং ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার প্রয়াস ঘটানোর আশা প্রকাশ করা হয়। শিকড়ের টানে মা, মাটির কথা মাথায় রেখে সকল বরিশালবাসীকে ভালো কাজে একত্রিত হওয়া এবং দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে এসোসিয়েশনের সভাপতি মতবিনিময় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।