প্রবাস মেলা ডেস্ক: লন্ডনে বেপরোয়া এক গাড়ির ধাক্কায় প্রাণ গেল লন্ডন প্রবাসী বাংলাদেশি নাট্য নির্মাতা জিএম ফুরুখের। আরেক লন্ডন প্রবাসী জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু ফুরুখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার রাতে (বাংলাদেশ সময়) স্বাধীন খসরু জিএম ফুরুখের সাথে নিজের একটি ছবি পোস্ট করে লিখেন, প্রতিনিয়ত যতো না জন্ম সংবাদ পাই তার থেকে অনেক বেশি পাই মৃত্যু সংবাদ! প্রিয় ছোট ভাই নাট্য ও চলচ্চিত্র নির্মাতা জিএম ফুরুখ সড়ক দুর্ঘটনায় আহত হলে রয়েল লন্ডন হাসপাতালে নেয়া হয়। প্রায় চার ঘণ্টা অস্ত্রোপচার করার পরও বাঁচানো যায়নি। তিনি জানান, মৃত্যুর কারণ রাস্তায় অন্য একটা গাড়ি চাপা দেয়, তারপর অতিরিক্ত রক্তক্ষরণ।
সিলেটের বিয়ানীবাজার এলাকার বাসিন্দা ছিলেন লন্ডন প্রবাসী ফুরুখ। তিনি দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছিলেন। তিনি লন্ডনে স্থানীয় নাটক নির্মাণ করতেন। সিলেটি আঞ্চলিক ভাষায় বেশ কয়েকটি নাটক নির্মাণ করে নির্মাতা হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। ফুরুখ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন।