নুরুন নবী আলী, লন্ডন, যুক্তরাজ্য: বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিস্তৃত নেটওয়ার্কে গড়া প্রবাসীদের সংগঠন কানেক্ট বাংলাদেশ ইউকে শাখার এক জরুরি সভা পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ।
কানেক্ট বাংলাদেশের অন্যতম সমন্বয়কারী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা হারুন রাজার সভাপতিত্বে এডভোকেট শিব্বির আহমেদের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ বর্ণনা দেন কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় লিয়াজো কমিটির সমন্বয়ক নুরুল আমিন । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সমন্বয়ক বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আইটি বিশেষজ্ঞ আবু আহমদ খিজির , সমন্বয়ক যথাক্রমে ডাঃ গিয়াসুদ্দিন, বাবুল তালুকদার, ফারুক চৌধুরী, সদস্য – কবি ও সাংবাদিক মঞ্জুলিকা জামালী, বিশিষ্ট সংগঠক মাস্টার শাহ আলম, সাবেক ছাত্রনেতা ডাঃ শাহজাহান বাবু, ইফতেখার ভূঁইয়া জাকির ও নূরুন্নবী আলী সভায় আগামী ২৬, ২৭, ২৮ অক্টোবর -২০১৮ ইটালির রোমে অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগদান ও সফল করা সহ সংগঠনের যুক্তরাজ্য শাখাকে আরো গতিশীল ও কার্যকরী করার পদক্ষেপ গ্রহণের উপর বক্তাগণ গুরুত্বারোপ করেন । সবশেষে সভার সভাপতি হারুন রাজা উপস্থিত সবাই কে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন ।