জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: চলতি বছরের এপ্রিলের শেষ সপ্তাহে লন্ডন ক্রিকেট লীগের উদ্যোগে প্রতিবছরের মত এবারও ১২ টি দল নিয়ে শুরু হতে যাচ্ছে এলসিএল টি২০ ক্রিকেট লীগ। এ উপলক্ষে ৩ মার্চ রোববার পূর্ব লন্ডনের বাংলাদেশী পাড়া হোয়াইটচ্যাপেলে সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী আবু সুফিয়ান ঝিলামের সভাপতিত্তে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এলসিএল এর সাধারণসম্পাদক নাহিদ নেওয়াজ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিডিয়া কাপ এর প্রতিনিধি সাংবাদিক মুস্তাক বাবুল, লন্ডন টাইগারের পরিচালক সালমান রহমান ,newslife24.com এর সম্পাদক শেখ মহিতুর রহমান বাবলু প্রমুখ।
এলসিএল এর সভাপতি আবু সুফিয়ান ঝিলাম বলেন, “দল মত নির্বিশেষে সকল ক্রিকেটপ্রেমী সাধারণ মানুষকে একই ছাউনিতে আনা, যারা ক্রিকেট খেলতে আগ্রহী তাদের জন্য সুযোগ সৃষ্টি করা ও আমাদের নতুন প্রজন্মকে খেলার প্রতি উৎসাহিত করাই এলসিএল এর উদ্দেশ্য ও লক্ষ” । তিনি আরো বলেন, বিগত তিন বছর যাবৎ আমরা বিভিন্ন ফরমেটের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছি। এবারের টুর্নামেন্ট বিগত বছর গুলির চাইতে আরো উপভোগ্য করে তোলার জন্য নানা ধরণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে । এজন্য তিনি সকলের পরামর্শ ও সহযোগিতা আসা করেন।
সাংবাদিক মুস্তাক বাবুল বলেন, প্রতিবছর এধরণের আয়োজন বিলেতের সিনিয়র জুনিয়রের সম্পর্ক আরো মজবুত করবে। তাছাড়া এধরণের টুনামেন্টে আয়োজনের মাধ্যমে ভালো কিছু ক্রিকেটার তৈরী হবে বলে তিনি মনে করেন। লন্ডন টাইগারের পরিচালক সালমান রহমান বলেন, এ ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। প্রবাস জীবনের একঘেয়েমি দূর করতে কর্ম জীবনের পশে খেলাধুলার চর্চা প্রয়োজন। যা আমাদের শারীরিক ও মানসিক প্রশান্তি বাড়াতে সহায়ক হবে।
Newslife24.com এর সম্পাদক শেখ মহিতুর রহমান বাবলু বলেন, এবারের টুর্নামেন্টে প্রতিদিনের খেলা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ফলাও করে কাভার করার উদ্যোগ নেয়া হয়েছে। সুতরাং পরিষ্কার পরিছন্ন দলীয় জার্সি ছাড়া মাঠে কেউ আসবেন না বলে তিনি আশা করেন।
সভায় টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত ১২ টি ক্লাবের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে : ১) প্রত্যেক দলকে রেজিস্ট্রেশনের সময় ৫০ পাউন্ড ডিপোজিট মানি দিতে হবে।ওয়াকওভার না করলে লীগ শেষে ঐ ৫০ পাউন্ড ফেরৎ দেয়া হবে। ২) কোন দল ওয়াকওভার করলে তাকে ডিপোজিটের ৫০ পাউন্ড ও ২০ পয়েন্ট কেটে নেয়া হবে। প্রতিদ্বন্দ্বী দল ঐ ৫০ পাউন্ড ও ২০ পয়েন্ট পাবে। ৩) ওয়াকওভার করা দলকে পরবর্তী খেলায় অংশগ্রহণের আগেই আবারো ৫০ পাউন্ড ডিপোজিট মানি দিতে হবে।৪) খেলা হবে একটি গ্রুপে। প্রতিটা দল একে অপরের সাথে খেলার পর পয়েন্টের তালিকায় শীর্ষের থাকা ৪টি দলের মধ্যে কোয়ালিফাই ও এলিমিনেটর খেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আহমেদ রাব্বি (ভিক্টোরিয়া পার্ক সি সি ) আব্দুল হারিজ (বো টাইগার্স ) শায়েক রহমান (রয়েল টাইগার্স সি সি ) শাহেদ খান (লন্ডন স্পোর্টিফ ) শামীম আহমেদ ( ইউনিটিয়া সি সি ) আব্দুল মুনিম (ইউনিটিয়া সি সি ) জাহেদুর রহমান (রয়েল টাইগার্স) নাঈম রহমান (এল সি এল ) প্রমুখ ।