জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য: ১৪ জুলাই ২০১৮ বাংলাদেশি ইতালিয়ান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে নিউহাম সেন্ট্রাল পার্কে বন্ধন মিলনমেলা ২০১৮ নামে এক মতবিনিময় ও বনভোজন উৎযাপিত হয় । এসোসিয়েশনের কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের উপস্থিতি ছাড়াও বিভিন্ন সংগঠনের লোকজন এর উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত ও আনন্দের ।
গ্রীষ্মকালীন ছুটিতে এই আয়োজন ছিল খোলা আকাশের নীচে দুবলা ঘেরা মাঠের উপর পরিবার পরিজনদের একে অপরের সাথে দেখা ও সৌজন্য সাক্ষাত এবং পোলাও কোর্মা ছাড়াও বিভিন্ন রকমের ভর্তা দিয়ে ভাত খাওয়া।এছাড়া শিকড়েরটানে দেশীয় সামাজিক ইমেজ আর ভালোলাগার বন্ধন এবং ছোট ও বড়দের ছিল বিভিন্ন রকমের খেলাধুলা পুরস্কার এবং র্যাফেল ড্র ।
বন্ধন মিলনমেলা ২০১৮ নিউহাম সেন্ট্রাল পার্কে বাংলাদেশি ইতালিয়ান ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এ দুপুর বেলায় ছিল ছোট ও বড়দের বিনোদনমূলক কবিতা, গান ও খেলাধুলার এক মনমুগ্ধ পরিবেশ বাঙ্গালিয়ানাদের একই রঙের শাড়ি পরে উপচে পরা আনন্দে হাতে হাত রেখে মিলিয়ে দিয়েছিল এক বাংলার মুখরিত পরিবেশ যেন জন্মভূমি ছোট এক বাংলাদেশ।