জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৩ অগাস্ট শনিবার বিকেলে পূর্ব লন্ডনের বিখ্যাত সেন্ট্রাল হল রুমে ১৫ আগস্ট এর জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই প্রধানমন্ত্রী ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ভয় কে জয় করেছেন দেশের মানুষের ভালোবাসা নিয়ে, দেশের মানুষের মঙ্গলের জন্য তিনি সব সময় নিরলসভাবে কাজ করে গেছেন এবং দেশের মানুষের হাসি ফুটানোই তার লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, বলেন ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়েও পাইনি। বিচারের রায় নিরবেই কেঁদেছে কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসায় কিছুটা হলেও তা পূরণ হয়েছে।
এ দিকে দেশে ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাব সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, প্রশাসন ছাড়াও তার দলীয় কর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ডেঙ্গু প্রতিরোধে মাঠে রয়েছেন।তিনি বলেন, এ ধরনের গুজব সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে, যাতে এর দেশের উন্নয়ন বাধাগ্রস্ত না হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, যুক্তরাজস্থ বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং ১৫ আগস্টের সব শহীদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।