জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ১৮ মার্চ সোমবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের মেনর পার্ক রয়েল রিজেন্সি হলে টাওয়ার হ্যামলেটস এর নির্বাচিত স্পীকার ও সিভিক মেয়র সিলেটের কৃতিসন্তান কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া’র হাতে পত্রিকার লন্ডন প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদার সৌজন্য কপি তুলে দেন।
এসময় মেয়র অব মুলে ভেলি ডিসট্রিক্ট কাউন্সিল জাহাঙ্গীর হক (Mole Valley District Council) এর হাতেও প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেওয়া হয়।