জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতনিধি: আবদুল গাফফার চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে লন্ডনের অন্যতম সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আর্টস, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড ও শহীদ সোলেমান স্মৃতি সংসদের আয়োজনে প্রথমবারের মতো ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার সন্ধ্যা ৬টায় লন্ডনের রেডব্রিজ মেথোডিস্ট চার্চ মিলনায়তনে প্রদর্শিত হয়ে গেল আবদুল গাফফার চৌধুরীর উপর নির্মিত তথ্যচিত্র। দীর্ঘ সাংবাদিকতা জীবন, লেখক হিসেবে তাঁর নৈপুণ্য এবং জাতির নানা, দু:সময়ে জনগনের মুখপাত্র হিসেবে তার অবদান অনস্বীকার্য। বাংলাদেশের নানা রাজনৈতিক মোড় পরিবর্তনে তাঁর সঠিক পথ নির্দেশনা সকলের জীবনে চির অমলিন হয়ে থাকবেন তাঁর অসামান্য সৃষ্টি একুশের প্রভাতফেরীর গানে।
দীর্ঘ সময় বাংলাদেশ থেকে বহু দূরে বাস করেও বাঙালী মানস ছিলো তাঁর আরাধ্য ভূমি। বাংলাদেশকে কেন্দ্র করেই তিনি বেঁচেছেন বিদেশের মাটিতে।
দীর্ঘ জরাগ্রস্ত সময় কাটিয়ে গত বছর এই গুণী মানুষটি আমাদের ছেড়ে গেছেন, রেখে গেছেন তাঁর অনবদ্য সৃষ্টি। তাঁর বৈচিত্রময় কর্মমুখর জীবন ও সৃষ্টির উপর আলোকপাত করে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড নির্মাণ করেছে একটি অসামান্য তথ্যচিত্র। সেটি ইতিমধ্যে কলকাতায় প্রদর্শিত হয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছে। প্রথমবারের মত লন্ডনে প্রদর্শিত আবদুল গাফফার চৌধুরীর উপর নির্মিত তথ্যচিত্র।
আলোচনা অনুষ্ঠান ও তাঁর রচিত গান ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে এই আয়োজনটি ছিল খুবই প্রাণবন্ত।