বিশ্বনাথ, সিলেট: লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার নির্বাচিত হওয়ার পর বাংলাদেশে প্রথম অফিসিয়াল সফরে আসায় কাউন্সিলর ও সিভিক মেয়র মোঃ আয়াছ মিয়াকে সিলেট লেখক ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বুধবার সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপুরস্থ ইসহাক একাডেমী অডিটরিয়ামে সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর মোঃ আয়াছ মিয়া।

বক্তব্যে তিনি বলেন, জীবনের সফলতাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। স্বপ্ন দেখতে হবে অনেক বড় হবার। কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌছতে হবে সাফল্যের স্বর্ণচুড়ায়। তিনি আরও বলেন, ব্রিটেনের মুল ধারার রাজনীতিতে বাংলাদেশী বংশদ্ভোত ব্রিটিশ নাগরিকদের সফল অবস্থান বিশ্ববাসীর নজর কেড়েছে। আমরা আরও সফলতা অর্জন করতে চাই। পাশাপাশি বাংলাদেশ ও সিলেটের আরও উন্নতি যাতে হয় সে প্রচেষ্টা আমাদের অব্যাহত রয়েছে।
তিনি সিলেট লেখক ফোরামের সকল কার্যক্রমের প্রশংসা করে বলেন সাহিত্য ও সংস্কৃতির অঙ্গণে সিলেট লেখক ফোরামের দুর্বার অগ্রযাত্রার সংবাদ আমাদের আরও অনুপ্রাণিত করে, আশার আলো দেখায়। সৃজনশীল এসব কার্যক্রমে আমাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ওয়ান পাউন্ড হসপিটাল ইউ,কের চেয়ারপার্সন এন্ড সিইও, ইনষ্টিটিউট অব এলার্জি এন্ড ক্লিনিক্যাল ইম্মিউনোলজি অব বাংলাদেশ ম্যাটস, সাভার, ঢাকা এর প্রাক্তন সহকারী অধ্যাপক এলার্জি বিশেষজ্ঞ ডাঃ কবি মোঃ শাহনুর আলী মামুন। একাডেমীর সহকারী শিক্ষক কাওছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন থেকে প্রকাশিত মাসিক দর্পণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ সাংবাদিক মোঃ রহমত আলী, ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, প্রিন্সিপাল মোঃ ইলিয়াস আলী, সমাজসেবী ও শিক্ষানুরাগী বাবুল হোসেন মোহন।
প্রধান আলোচক ডাঃ কবি মোঃ শাহনুর আলী মামুন বলেন, কাউন্সিলর মোঃ আয়াছ মিয়া লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার নির্বাচিত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। ভবিষ্যতে আরও সফলতা অর্জন করে আমাদের জন্য নিয়ে আসবেন আরও গৌরবগাঁথা।
বিশেষ অতিথির বক্তব্যে মাসিক দর্পণ সম্পাদক মোঃ রহমত আলী বলেন, আমাদের সুর্যসন্তানরা ব্রিটেনসহ বিশ্বের দেশে দেশে নেতৃত্ব দিয়ে আমাদের সম্মান ও মর্যাদা নিয়ে গেছেন অনেক উচ্চ পর্যায়ে। বিশেষ করে ব্রিটেনের মাটিতে আমাদের নেতৃত্ব আজ অনেক পাকাপোক্ত।
সভাপতির বক্তব্যে কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, কাউন্সিলর মোঃ আয়াছ মিয়া লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার নির্বাচিত হয়ে আমাদের বিজয়রথ এগিয়ে নিলেন আরও একধাপ। ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আমাদের অর্জন অনেক। আমাদের এ অর্জন ও অগ্রযাত্রার পাশাপাশি আমরা এগিয়ে যেতে চাই আরও সামনের দিকে। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন একাডেমীর ভাইস প্রিন্সিপাল ক্বারী রোহেল আহমদ। সঙ্গীত পরিবেশন করে মাসুমা বেগম, রহিমা বেগম, তাওহীদ আল মামুন, সুমাইয়া বেগম, সোনিয়া বেগম।