জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য: ৪ আগস্ট ২০১৮ শনিবার শরীয়তপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে আলোচনা সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভা ও মানব বন্ধনে আর্তনাদ আর স্লোগান ছিল শরিয়তপুরবাসী ছাড়াও উপস্থিত সকলের। গেঞ্জি পরা পরিধানে লিখা ধ্বংস হওয়া নড়িয়া, জাজিরা, শরীয়তপুর বাঁচাও, বাঁচাও দেশের পদ্মায় ভাঙ্গা অসহায় গৃহহীন মানুষদের ।
এসোসিয়েশনের সকল কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং সাধারণ সদস্যদের উপস্থিতি ছাড়াও বিভিন্ন সংগঠনের লোকজন এর উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত, সচেতনতা ও দেশাত্মবোধ এবং মানবতার অংশ ।
বক্তারা বক্তৃতায় বলেন, দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা করা কামনা ছাড়াও প্রধানমন্ত্রীর সাহায্য সহযোগিতা হস্তক্ষেপ কামনা করছেন প্রবাসী ইউকে শরিয়তপুরের জনগণ তথা নড়িয়া, জাজিরা, সুরেসসর এ পদ্মার সর্বনাশী করাল গ্রাসে শত শত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে যাওয়াযারা নিঃস্ব হয়ে আছেন ।
বক্তারা আরও বলেন, ২০১৩ সাল থেকে পদ্মার ভয়াবহ উন্মদনায় লঞ্চ ডুবেছে বারবার, নিখোঁজ হয়েছে, পদ্মার ভয়ঙ্কর গহিন গর্ভে মানুষ মরেছে হাজার হাজার লাশ আর লাশের গন্ধে ছেয়ে গেছে, বিলীন হয়ে যাচ্ছে সম্পদ আর ধীরে ধীরে সরে যাচ্ছে শরিয়তপুরের মানচিত্র। নদী গর্ভে এতে কার কি মাথা ব্যাথা? তা ছাড়া নদী ভাঙ্গনের এই হুমকিতে গত ২ বছরে গৃহহীন হয়েছে ১০ হাজারেরও বেশি, বিলীন হয়ে গেছে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের সাহেবেরচর, পাঁচগাও, চরজুজিরা, সাধুর বাজার, ওয়াপদা বাজার, ওয়াপদা লঞ্চঘাট, বুন্নাগ্রাম সহ আশেপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা। খোলা আকাশের নিচে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছে ভাঙ্গন কবলিতরা। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানায় এলাকাবাসীর।
এমতাবস্থায় প্রবাসী ইউকে অবস্থানরত শরিয়তপুরবাসী সকলের প্রাণের দাবী সরকারি অনুদান ছাড়াও সবাইকে এগিয়ে আসতে হবে ভ্রাতৃত্বের বন্ধনে কিংবা মানবতার হয়ে হলেও । সবশেষে সভাপতি লকিতুল্লা উকিল অনুষ্ঠিত মানববন্ধন এর সমাপ্তি ঘোষণা করেন ।