হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: লক্ষীপুর জেলা কল্যান সমিতি ইউএসএ এর সুলতান আহমেদ বাবুল সভাপতি ও কবির আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৭ অক্টোবর রবিবার জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টারে লক্ষীপুর জেলা কল্যান সমিতি ইউএসএ-এর সমন্বয় কমিটির আহবানে বিশেষ সাধারণ সভায় তারা নির্বাচিত হন। সভায় সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির আহবায়ক মাকসুদুর রহমান ও সভা পরিচালনা করেন সদস্য সচিব কবির আলী।
সভায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি আমির হোসেন বাবু, তাছলিম উদ্দীন আহমেদ, সিনিয়র সদস্য সাইফুল আলম, প্রাক্তন সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, একেএম করিম, মুরশিদ উদ্দীন মাহমুদ, সমন্বয় কমিটির সম্মানিত সদস্য মোস্তাফিজুর রহমান, প্রফেসর ইমাম উদ্দীন চৌধুরী, নুরুন নবী, সদস্য ইকবাল হোসেন, পলাশ চৌধুরী আনোয়ার, হুমায়ুন কবির লিটন, মাহবুব মুরশিদ, মজিবুর রহমান, নুর হোসেন বাবুল, গিয়াস উদ্দীন রুবেল ভাট প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন আজীবন সদস্য আলহাজ্ব সাহাব উদ্দীন, আবুল বাসার খোকন, আবুল হাসেম, আবুল হোসেন খোকন, কামাল হোছাইন, সদস্য অলিউর রহমান, মান্নান খান, মোঃ বেল্লাল উদ্দীন, মাহবুবুর রহমান, রাজন চৌধুরী, মোঃ ইসলাম, খোরশেদ আলম, আল আজিজ সিকদার, মোঃ রহমান, গোলাম ছারওয়ার, মাজহারুল ইসলাম আজীম, আব্দুর রহিম, সাইফুল ইসলাম, ইসমাইল হোসাইন, আবু ইউসুফ ভূঁইয়া, নোমান চৌধুরী, ফারুক হোসাইন, ইউসুফ মিয়াজী,মাহমুদুর রহমান, মঈন উদ্দীন, মোসফেকুর রহমান, তোফায়েল আহমেদ, মোঃ ইউসুফ, বেলায়েত হোসেন, মজিবুব রহমান।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ পরবর্তী ২ বছরের জন্য সুলতান আহমেদ বাবুলকে সভাপতি এবং কবির আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। সভায় সংগঠনকে শক্তিশালী করার জন্য সংবিধানের কিছু সংশোধনী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সকলকে ঐক্যবদ্ধ করে সংগঠনকে সুসংগঠিত করার অঙ্গিকার ব্যক্ত করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
সভার সভাপতি মাকসুদুর রহমান তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সকলকে নৈশভোজের আমন্ত্রন জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।