নীরব আহমেদ, গ্রীস থেকে: করোনা ভাইরাসের উর্ধ্বগতি থাকা সত্ত্বেও লকডাউন শিথিল করতে বাধ্য হচ্ছেন গ্রীক সরকার। অর্থনৈতিক মন্দা কাটিয়ে জনগণকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই সরকারের এই উদ্যোগ। তবে রাত ৯টা থেকে আগের মতোই কারফিউ বলবৎ থাকাসহ করোনাকালীন লকডাউনের সকল আইন, সামাজিক দূরুত্ব বজায় রেখে চলতে হবে। সেই সাথে ছোট-বড় সকল ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীদেরকে সপ্তাহে অত্যন্ত একবার Self-Test বাধ্যতামূলক সহ বিশেষ শর্ত -সাপেক্ষে খুলে দেয়া হয়েছে।
এছারা কয়েকটি সরকারি অনুদান ঘোষণা করেছেন গ্রিক সরকার। লকডাউন শিথিলের সাথে সাথে প্রবাসী বাংলাদেশিসহ সকল ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করেছে গ্রীক সরকার। ধাপে ধাপে খুলে দেয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সরকারের ঘোষণা মোতাবেক, পরিস্থিতি বিবেচনা করে আগামী ৪ এপ্রিল সম্পূর্ণরূপে উঠিয়ে নেয়া হবে লকডাউন। সেই সাথে খুলে দেয়া হবে সকল প্রকার কাফেবার ও রোস্তেরাগুলো। ধারণা করা হচ্ছে আগামী ১৪ এপ্রিল পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে দেশটি। বিগত এক বছরের এর ক্ষতি পুষিয়ে আবারও দেশটির অর্থনৈতিক চাকা ঘুরে দাঁড়াবে বলে সকলের প্রত্যাশা।