ফারুক আহাম্মেদ মোল্লা, ব্রাসেলস, বেলজিয়াম: রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা নিয়ে তাদের দেশে ফেরৎ নেওয়ার ব্যাপারে মিয়ানমারের উপর জাতিসংঘ ও ইইউ চাপ প্রয়োগবিষয়ক বেলজিয়াম আওয়ামিলীগের আয়োজনে এবং মানবাধিকার সংগঠন হ্যান্ড টু হ্যান্ড ফাউন্ডেশনের সহযোগীতায়ইউরোপিয়ান পার্লামেন্ট ব্রাসেলসে মঙ্গলবার ১৫ অক্টোবর স্থানীয় সময় ১২টা এক সেমিনারের আয়োজন করা হয়।
এতে বক্তব্যরাখেন ইউরোপিয়ান পার্লামেন্টের সংসদ সদস্য জুলি ওয়ারড, নিনা গিল, ওমরজী ইউনুছ, টানিয়া ফায়ন, বেলজিয়ামেবাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ওআইসি রাষ্ট্রদূত ইসমত জাহান, ইন্সটিটিউট অফ ডেমোক্রেটিক রাইটসের ডিরেক্টর পাওলো কাসাকা, ইউরোপিয়ান ডক্টরস এসোসিয়েশন সভাপতি ভিনসেন্সুকোস্টারিকা,পার্লামেন্ট সদস্য ক্যান্ডিডেট মেক্সিম কেরকভ, হিউম্যান রাইটস এর উইলি ফটার
এ সময় বক্তাগণ বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ রোহিঙ্গাদের জন্য কক্সবাজার ও টেকনাফের অর্থনীতি, পরিবেশ, বন আজ হুমকির মুখে।ইউএনএইচসিআর-এর সহায়তায় রোহিঙ্গাদের ফেরত দেওয়ার পদক্ষেপ নিয়ে বাংলাদেশ সরকার মিয়ানমারের সাথে বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তি করেছে। কিন্তু মিয়ানমারের কারণে তা ব্যর্থ হয়। আজকের সম্মেলন সেই প্রশ্নে, কেন মিয়ানমার ইইউ ও জাতিসংঘের কথা শুনছে না, রোহিঙ্গাদের ন্যায্য অধিকারের ও তাদের নাগরিকদের ফেরত এবং নিরাপদেতাদের প্রত্যাবর্তনের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোন কথা বলছে না মিয়ানমার। সেই সাথে জাতিসংঘ এবং ইইউ নির্দেশ না মানায় মিয়ানমারের সামরিক ব্যাক্তিদের দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য মামলা ও ইইউর সম্মানজনক পুরস্কার, ইউরোপীয় পার্লামেন্টে অং সাং সু কে দেওয়া পুরস্কার এবং তার নোবেল পুরস্কারটিও কেড়ে নেওয়ার প্রস্তাব করা হয়। সেই সঙ্গে মিয়নামামার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা করার আহবান জানান বক্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, সিনিয়র সহ-সভাপতি বিধান দেব, উপদেষ্টা ড. ফারুক মির্জা, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, হ্যান্ড টু হ্যান্ড ফাউন্ডেশনেসাধারণ সম্পাদক গোলাম জিলানি,সহ সভাপতি হুমায় মাসুদ হিমু, সহ সভাপতি জহির খান, সাবেক যুগ্ম সম্পাদক এম.এমমোরশেদ, মহিলা সম্পাদিকা রাবেয়া জামান, সদস্যা দিলরুবা মিলি, শওকত জাহান মির্জা, রোহিঙ্গা এক্টিভিস্ট, আয়ারর্যান্ডের ওসমান জোহার, আন্তর্জাতিক কলামিস্ট এম. এ করিম প্রমুখ।
ইউরোপের বিভিন্ন এনজিওর নেতৃবৃন্দ, মানবাধিকার সংগঠন, বাংলাদেশ দূতাবাসের প্টরতিনিধি, বাংলাদেশ আওয়ামী লীগনেতৃবৃন্দ এবং বিপুল পরিমান বাংলাদেশিরা এসময় উপস্থিত ছিলেন।