প্রবাস মেলা ডেস্ক: ২৪ জুন রোববার কানেক্ট বাংলদেশ আন্তঃদেশীয় কেন্দ্রীয় লিয়াজোঁ সমন্বয়ক কমিটির উদ্যোগে এক অনলাইন মাসিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উক্ত অনলাইন মাসিক কনফারেন্সে আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর ২০১৮ রোম, ইতালিতে প্রবাসী সংগঠন কানেক্ট বাংলাদেশের সম্মেলনের প্রস্তুতি ও বাস্তবায়ন কমিটির বিভিন্ন কার্ক্রমের উপর আলোচনা করা হয়।
উক্ত কনফারেন্সে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটির সমন্বয়ক জনাব মোহাম্মদ আলি জিন্নাহ (কুয়েত)। যৌথ ভাবে সঞ্চালনা করেন কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটির সমন্বয়ক সচিব জনাব বাবুল তালুকদার (ইউকে) মোঃ শামসুল হক পাখি (ইতালী)। সারা পৃথিবী থেকে সমন্বয়কগণ অংশগ্রহন করেন এই প্রানবন্ত সভায়। তন্মধ্যে উল্লেখযোগ্য আন্তদেশীয় সমন্বয়কগণ হলেন মোহাম্মন্দ ইলিয়াছ মিয়া (কানাডা), গৌরাঙ্গ দেব (কানাডা), ফজলুর রহমান (জার্মান), হারুনুর রশিদ (জার্মান), লুৎফা হাসীন রোজী (আমেরিকা), সিকদার গিয়াস উদ্দিন (আমেরিকা), মোস্তফা জামান স্বপন (আমেরিকা), ময়েজ উদ্দিন আহমদ (কুয়েত), নুরুল আমিন (ইউকে-ইটালী) শিব্বির আহমেদ (ইউকে), মোহাম্মদ শিবলি সাদিক (ইউকে), কাজী আসাদুজ্জামান (সুইজারল্যান্ড), মনসুর চৌধূরী ( ফ্রান্স), রহমত উল্লাহ সাদী (ফ্রান্স), জাফর আজাদী (ফ্রান্স), আঁখি সীমা কাউসার (ইতালি), জাকির হোসেন (কাতার), জোৎস্না হক (সৌদি আরব) প্রমুখ।
তাছাড়াও সভার সাথে চুড়ান্ত ঐক্যমত্য পোষন করে অনলাইনে অনুমতি সাপেক্ষে বেশ কয়েকজন আন্তর্জাতিক সময়ের ব্যবধানজনিত কারণে ও কর্মস্থলে অবস্থানজনিত কারনে অনুপস্থিত ছিলেন।
উক্ত আন্তঃদেশীয় সম্মেলনের পূর্বে বিভিন্ন দেশে ও সিটিতে কানেক্ট বাংলাদেশের কমিটি গঠন প্রসঙ্গে এবং ইউরোপ ও এশিয়ার প্রতিটি দেশে সংগঠনের কমিটি গঠন করার ব্যাপারে আলোচনা হয়। সুইডেন কমিটি ঘোষণার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জার্মান, ইতালি, ইউরোপ সুইজারল্যান্ড, জাপান, স্পেন ও সৌদি আরব কমিটি চুড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তা অতিসত্বর ঘোষণা করার বিষয়ে ঐক্যমত্য পোষন করা হয়।
একই ভাবে অন্যান্য দেশে কমিটি করার ব্যাপারে বা প্রক্রিয়াধীন বিষয়ে মনসুর চৌধূরী ও মোঃ শামছুল হক পাখীকে সার্বক্ষণিক যোগাযোগ করে যাওয়ার জন্য দায়িত্ব দেয়া হয়।
আগামী অক্টোবর মাসের সম্মেলন উপলক্ষ্যে উপ-কমিটিগুলোকে মাসে দু’টি অডিও কনফারেন্সের মাধ্যমে আগামী জুলাই মাসের মধ্যেই উপকমিটিগুলি তাদের কাজের সার্বিক অগ্রগতিসহ যাবতীয় রিপোর্ট আন্তঃদেশীয় লিঁয়াজো সমন্বয়ক কমিটিকে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মিডিয়া, প্রচার মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কানেক্ট বাংলাদেশকে উপস্থাপন ও প্রতিনিধিত্ব করার জন্য এবং ”বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার” আদায়ের লক্ষ্যে নির্দলীয়ভাবে কাজ করে যাবার জন্য কানেক্ট বাংলাদেশের পক্ষে মুখপাত্র হিসেবে আগামী সম্মেলনের পুর্ব পর্যন্ত ইলিয়াছ মিয়া (কানাডা), লুৎফা হাসীন রোজী (আমেরিকা), সিকদার গিয়াস উদ্দিন (আমেরিকা), ফজলুর রহমান (জার্মান), শিব্বীর আহমেদ (ইউকে), মনসুর চৌধূরী (ফ্রান্স), আব্দুন নুর দুলাল (বাংলাদেশ), মোহাম্মদ আলী জিন্নাহ (কুয়েত), মোঃ সামছুল হক পাখী (ইতালি) কে দায়িত্ব দেয়া হয়।
তাছাড়াও উক্ত অনলাইন কনফারেন্সে বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও বাংলাদেশে প্রবাসীদের নাগরিক অধিকারের প্রয়োজনীয়তা ও বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়। দেশে বিদেশে অবস্থানরত প্রবাসীদেরকে কানেক্ট বাংলাদেশের সাথে যোগাযোগ করার জন্য আহবান করা হয়।