আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: রোমস্থ বাংলাদেশ দূতাবাস ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার এবং ১৪ ফেব্রুয়ারি ২০২১, রবিবার ছুটির দুইদিনে সাপ্তাহিক কর্মদিবসের বাইরেও বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণ করেছে। ইতালি প্রবাসী বাংলাদেশিরা এই কাজকে স্বাগত জানিয়েছে।
প্রায় সাত শতাধিক সেবা-প্রার্থী এই দুই দিনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করেছেন। স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য সকলকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ।

যারা এখনো পাসপোর্ট সংগ্রহ করতে পারেননি তাঁদের অবগতির জন্য জানানো হয়েছে, সেবা-প্রত্যাশীদের সুবিধার্থে সাপ্তাহিক কর্মদিবসের বাইরেও বিশেষ ব্যবস্থাপনায় নেয়া দূতাবাসের এই উদ্যোগ অব্যাহত থাকবে। এ প্রেক্ষিতে আগামী ২০ ফেব্রুয়ারি ২০২১ শনিবার, সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট বিতরণ কার্যক্রম চলমান থাকবে। রোম দূতাবাসের কার্যক্রমকে একদিক দিয়ে যেমন স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা অন্যদিকে অনুরোধ করেছেন যেন খুব সহজেই তারা তাদের জমাকৃত পাসপোর্ট নিয়ে যেতে পারে।
উল্লেখ থাকে যে, অনেকেই অনলাইনে কিভাবে পাসপোর্ট চেক করতে হয় অনেক কিছুই জানেনা। তাই তাদের অনুরোধ দূতাবাস যেন সহজেই পাসপোর্ট পাওয়ার জন্য সুন্দর একটি ব্যবস্থার উদ্যোগ নেয় । পাশাপাশি অন্তত বাংলাদেশ দূতাবাসের সামনে পাসপোর্ট প্রত্যাশীদের পাসপোর্ট নাম্বার এবং নামের তালিকা টানানোর প্রস্তাব রেখেছে ।

২১ ফেব্রুয়ারি ২০২১, রবিবার ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষ্যে দূতাবাসের আয়োজনে কর্মসূচী থাকবে বিধায় ঐদিন পাসপোর্ট বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। পুনরায় ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ২০২১ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণ কার্যক্রম চলবে বলে রোম দূতাবাসের সূত্র থেকে বলা হয়েছে ।
উল্লেখ্য, দূতাবাসের ওয়েবসাইট ও ফেইসবুকে প্রচারিত প্রস্তুত (ready) পাসপোর্টের তালিকায় দেয়া পাসপোর্টসমূহ বিতরণ করা শেষ না হওয়া পর্যন্ত এই কর্মসূচী চলবে। প্রস্তুত পাসপোর্টের তালিকা দেখে নিশ্চিত হয়ে বর্ণিত সময়ে পাসপোর্ট গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে
আরও উল্লেখ থাকে যে, অতীতের সমস্ত দূর্ভোগের অবসান ঘটবে বলে মনে করে ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি সাধারণ মানুষ।