আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিরা দেশীয় ঐতিহ্যবাহী পিঠা উৎসব উদযাপন করেছে।৬ জানুয়ারি, রবিবার মহিলা সমাজকল্যাণ সমিতি ইতালির আয়োজনে রোম তরপিনাতারা স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে সন্ধ্যায় এ শীতকালীন পিঠা উৎসব উদযাপন করা হয়।
মহিলাদের সংগঠন সমাজকল্যাণ সমিতি ইতালি রোমে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলো নানা রকম দেশীয় পিঠা প্রদর্শন করে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতিকে বিদেশের মাটিতে তুলে ধরতে এরকম ব্যতিক্রমধর্মী একটি ঝাঁকজমক পূর্ণ আয়োজনের ব্যবস্থা করে। প্রায় ৪১ রকম পিঠার আয়োজন করেন উক্ত সংগঠনের নারীরা । তারা দেশীয় সাজে সেজেছে যেন প্রবাসে খুঁজে পায় একটুকরো বাংলাদেশ। নাচে গানে আনন্দ উল্লাসে মেতে উঠেন সবাই।
রোমের সুপরিচিত নারী ব্যাবসায়ী লায়লা ফ্যাশনের স্বত্তাধিকারী ও মহিলা সমাজকল্যাণ সমিতি লায়লা শাহ সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সৈয়দা শামিমা জামান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবা আক্তার বাবলির পরিচালনায় উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতি বলেন, সংগঠনের সকল নারীরা অনেক কষ্ট করে পিঠা তৈরে করেছেন। সবার সাহায্য সহযোগিতায় এবং সবার উপস্থিতি অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করে তুলে। লায়লা শাহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবসময় এরকম সহযোগিতা অব্যাহত থাকলে মাঝে মাঝে প্রবাসে দেশের কৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নরনারী উপস্থিত ছিলেন। সাথে তাদের ছেলে মেয়েরাও উপস্থিত ছিলেন ।