আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির জালালাবাদ এসোসিয়েশনের সাথে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ও গাজীপুর সিটি কর্পোরেশনের এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ৩১ আগস্ট শনিবার সন্ধ্যা ৮ ঘটিকার সময় তরপিনাত্তারা রসই রেস্টুরেন্টের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে জালালাবাদ এসোসিয়েশন, ইতালির আমন্ত্রণে সরকারি সফরে আসা বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের সচিব ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে এক মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামীম।
সাধারণ সম্পাদক শাব্বির আহমদ এর পরিচালনা ও বৃহত্তর সিলেট যুব সংঘের সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুল এর প্রাণবন্ত সঞ্চালনায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ অলিউল ইসলাম, কমিশনার মাসুক মিয়া, সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, মোঃ আলী হোসাইন, মাওলানা রুহুল আমিন, সহ সাধারন সম্পাদক মোঃ আপ্তাব উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ আহমেদ আরেফিন,ক্রীড়া সম্পাদক মুন্না হোসাইন,সহ ক্রীড়া সম্পাদক রুবেল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজ হোসেন, সম্মানিত সদস্য হাফিজ মোঃ মিছবাহ উদ্দিন, মোঃ সারোয়ার হোসাইন, সারোয়ার হোসেন সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ ।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ‘রোড ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেট ম্যানেজমেন্ট’ বিষয়ে স্টাডি ট্রুর এ সফরত সরকারী কর্মকর্তারা হলেন স্থানীয় সরকার বিভাগের মো: এরশাদুল হক উপসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের উপপ্রধান মো: জাকির হোসেন চৌধুরী, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো: মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আকবর হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো: মজিবুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পর্যবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক মাহবুব জামান খান, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মু: আশরাফ হোসেন, পরিকল্পনা কমিশন, ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সহকারী প্রধান মো: সাইদুর রহমান মন্ডল।
এ সময় জালালাবাদ এসোসিয়েশন ইতালির আমন্ত্রণে সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক মানের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে সম্মানিত করার জন্য জালালাবাদ এসোসিয়েশন ইতালির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ।
উল্লেখ্য, সফররত কর্মকর্তারা বৃন্দ জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম এর তত্ত্বাবধানে ৬ দিনের ইউরোপ সফরে ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইতালির বিভিন্ন সিটি কর্পোরেশনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন । পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভাপতি অলিউদ্দিন শামীম সভার সমাপ্তি ঘোষণা করেন ।