আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির রোমে তোরপিনাতারায় স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে চ্যানেল এস এর জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এসময় সামাজিক নানান বিষয়ে নিউজ এর মাধ্যমে সেবামূলক কাজে অবদান রাখায় চ্যানেল এস রোম ইতালি প্রতিনিধির প্রসংশা করেন আগত নেতৃবৃন্দ ।
ইউরোপের মূলধারা টেলিভিশন চ্যানেল এস এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বলেন, কমিউনিটি সেবায় সাংবাদিকদের এগিয়ে আসতে হবে, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ আমরা জানি সাংবাদিকরা সবসময় আদর্শবান হয়ে থাকে, আদর্শবান এবং নৈতিকতা বোধ সাংবাদিকদের থাকা উচিত, না হলে একজন সাংবাদিক কিভাবে সমাজের নানান খবরা-খবর জনগণের মধ্যে তুলে ধরবে?
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে একজন সাংবাদিকের সততা পেশার প্রতি নিষ্ঠা, অত্যন্ত জরুরী বলে মনে করে সংগঠনের নেতৃবৃন্দরা ।
উপস্থিত আগত বক্তারা বলেন, আজকাল সাংবাদিকদের মধ্যে যে ধরনের ভেদাভেদ আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দর সমাজ গঠনে অনেক বাধা তাই সাংবাদিকদের অনুরোধ করব আপনারা সমাজকে সুন্দর করার জন্য সম্মিলিতভাবে অনেক ভালো ভূমিকা রাখতে পারেন ।অন্তত প্রবাসের মাটিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাদের এ কাজটি করার জন্য আহ্বান জানাচ্ছি।মানব সেবায় চ্যানেল এস অগ্রনী ভূমিকা তুলে ধরে বলেন অসুস্থ তাফিদার জন্য ফান্ড কালেকশন অবশ্যই প্রসংশার দাবিদার।
বক্তারা আরো বলেন, চ্যানেল এস দেশে এবং প্রবাসে যে সামাজিক কর্মকাণ্ড করে আগামী দিনগুলোতে অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা। শুধু লন্ডন নয় রোমের সংবাদ গুলো আরো বড় আকারের প্রচারের অনুরোধ জানান।
চ্যানেল এস প্রতিনিধি রিয়াজ হোসেন এর প্রসংশা করে উপস্থিত নেতৃবৃন্দরাআরো বলেন, তার মত কর্মঠ সাংবাদিক কমিউনিটির জন্য কাজ করছে তার প্রমান অনুষ্ঠানের উপস্থিতিত।
১৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে চ্যানেল এস দর্শক ফোরাম।
স্থানীয় ওই রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে চ্যানেল এস দর্শক ফোরামের সভাপতি মাফিজুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন হাসানের পরিচালনায় এবং চ্যানেল এস প্রতিনিধি রিয়াজ হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন কমিউনিটির প্রবীন ব্যক্তিত্ব নুরুল আমিন, শাহ তাইফুর রহমান ছোটন‘ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, ইতালি বংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, বরিশাল বিভাগ সমিতির সভাপতি কামরুল আহসান মন্টু, মহিলা সমাজ কল্যান সমিতির সভাপতি লায়লা, মহিলা সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দা আরিফা, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা তাফসির আহমেদ, বৃহত্তর নোয়াখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশন এর সভাপতি একে আজাদ, প্রবাস মেলা ও লন্ডন টাইমস নিউজের ইতালি প্রতিনিধি এবং কানেক্ট বাংলাদেশ ইতালির সমন্বয়ক আখি সীমা কাওসার, বরিশাল জেলা সমিতির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক স্বপন হাওলাদার সহ আরো অনেকে।
এ সময় চ্যানেল এস দর্শক ফোরাম এবং চ্যানেল এস প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিউনিটির বিভিন্ন সংগঠন। বিভিন্ন সংগঠনের মধ্যে বাংলাদেশ সমিতি, ইতালি আওয়ামী লীগ, ইতালি বিএনপি, বৃহত্তর ঢাকা সমিতি, জালালাবাদ এসোসিয়েশন, মহিলা সমাজ কল্যান সমিতি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, মহিলা সংস্থা, সার্ভিস ইতালিয়া, ইতালি বাংলা প্রেস ক্লাব, কানেক্ট বাংলাদেশ, রোম মহানগর আওয়ামী লীগ, বৃহত্তর নোয়াখালী ওয়েল ফেয়ার এসোসিয়েশন, বরিশাল বিভাগ সমিতি, বরিশাল জেলা সমিতি, ইতাল বাংলা সমন্বয় সমিতি, পিরোজপুর জেলা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন, রোমের স্থানীয় সাংবাদিকবৃন্দ ।শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ফোক গানের সাথে মেতে উঠে উপস্থিত সবাই।