আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টে জাকজমকপূর্ণ পরিবেশে কানেক্ট বাংলাদেশ এর তৃতীয় বর্ষপূর্তি পালন করা হয়েছে। কানেক্ট বাংলাদেশ ইতালির সমন্বয়ক কমিটির সমন্বয়ক ডাঃ সাইদুর রহমান লস্করের সভাপতিত্বে কেন্দ্রীয় সমন্বয়ক কাজি জাকারিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে সকল সমন্বয়কদের পরিচয় করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় পরিকল্পনা পরিষদের সদস্যা ও কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আখি সীমা কাওসার ও মোঃ সামছুল হক পাখী ।
তারা কানেক্ট বাংলাদেশে এর আদর্শ ও উদ্দেশ্য সবার মাঝে তুলে ধরেন। এ সংগঠন বাংলাদেশের উন্নয়ন ও সারা বিশ্বে বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসীর দাবী উপস্থাপনা ও আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। সাথে সাথে সকল প্রবাসী বাংলাদেশিদের এই প্রবাসী সংগঠনে সংযুক্তির আহবান জানানো হয়।
কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মজিবুর রহমান মহান মে দিবেসের শ্রমিক অধিকার আদায়ের লক্ষে সংগ্রামের বস্থনিষ্ঠ তথ্যবহুল ইতিহাস তুলে ধরেন। উপস্থিত অতিথির বক্তব্যে রোমের প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান ও নারী উদ্যোক্তা এবং মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ বক্তব্য রাখেন।
সাংবাদিক লুৎফুর রহমান বলেন, প্রবাসীদের কথা বলে ও প্রবাসীদের নিয়ে কাজ করে এ ধরনের সংগঠনগুলো যদি এক হয় প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে সমস্যা গুলো নিয়ে কথা বলে তাহলে তার সুফল পাওয়া যাবে শীঘ্রই । তিনি আরো বলেন, আমরা প্রবাসে থাকি অথচ যে দেশে থাকে সেই দেশের ইতিহাস, আইন কানুন, নিয়ম নীতি সর্ম্পকে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের আইন কানুন নিয়ম নীতি সম্বন্ধে সঠিক ধারণা রাখার আহ্বান জানান ।
লায়লা শাহ্ কানেক্ট বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা প্রবাসে থাকি অথচ আমরা যদি এখানে মৃত্যুবরণ করি তাহলে আমাদের লাশ সহজে বাংলাদেশ যাবার আজও কোনো সুষ্ঠু ব্যবস্থা হয়নি । যদিও আমরা শুনতে পাই যে বাংলাদেশে মৃত ব্যক্তির লাশ পাঠানো হবে সরকারি খরচে তা হতে হবে দূতাবাসের মাধ্যমে । কিন্তু বাস্তবে ঘটে তার উল্টো ।
তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করে রোম দূতাবাসের মাধ্যমে মৃত ব্যক্তির লাশ পাঠানোর ব্যাপারে সঠিক কোন ব্যবস্থা আছে কিনা তা জানার চেষ্টা করি । তিনি কানেক্টে বাংলাদেশ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এবং বর্ষবরণে অভিনন্দন জ্ঞাপন করেন এবং শ্রমজীবী মানুষের স্বপ্ন পূরণে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি ডক্টর সাইদুর রহমান লস্কর তার বক্তব্য সকলের বক্তব্যের সারমর্ম অত্যান্ত সুন্দরভাবে কানেক্ট বাংলাদেশ সংগঠনের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন । সভার সঞ্চালনায় কাজি জাকারিয়া সভা পরিচালনার জন্য ও উপস্থিত সকল সুধীমণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে কেক কাটার পর সভার সমাপ্তি ঘোষণা করেন। সভার সর্বশেষে নৈশভোজের মধ্য দিয়ে সকল আমন্ত্রিত অতিথিগণকে আপ্যায়িত করা হয়।