আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির রোমে প্রথম প্রবাসী বাংলাদেশি হিসেবে ইতালিয়ান রাজনৈতিক দল থেকে নির্বাচিত কাউন্সিলর কবির হোসেনকে সম্মাননা দিয়েছে রাজনৈতিক দল পি ডি । রোম মনতানিওয়ালা জোনা ৬নং মিনিউসিপি থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কবির হোসেনকে ইতালির রাজনীতির মধ্যে শক্তিশালী দল পিডি থেকে তাকে সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় রোমে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্ব স্ব দেশের বাহারী খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিডির ৬নং মিনিওসিপির প্রেসিডেন্ট আমেডেও, ভাইস প্রেসিডেন্ট পাওলো, কনসিলিওর ফাব্বিও জারডেনেনটি, ব্রুনো পারিসি, ক্রিসটিনিও ডি অত্তাবিও, ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজি, সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, কিশোরগঞ্জ জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক জি আর মানিক সহ রোমের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে কাউন্সিলর কবির হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ইতালিয়ান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, কবির এর মত আপনাদেরও ইতালির মূল ধারার রাজনীতিে এগিয়ে আসতে হবে, আমাদের নতুন প্রজন্মকে উৎসাহিত করতে হবে ইতালি সুস্থ ধারার রাজনীতিতে যদি তারা আসে তারা অনেক কিছু শিখতে পারবে।
উক্ত অনুষ্ঠানে আগত ইতালিয়ানরা প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রসংশা বলেন, ভবিষ্যতে যেন বাংলাদেশিরা এভাবেই ইতালিয়ান রাজনীতিতে আসে, এতে করে বাংলাদেশ এবং ইতালির রাজনীতির মধ্যে একটি সুস্থ ধারার সেতুবন্ধন তৈরি হতে পারে ।কাউন্সিলর কবির হোসেন বলেন, আমি প্রবাসী বাংলাদেশিদের দোয়া এবং সহযোগীতায় এত দুর আসতে পেরেছি । তিনি আরো বলেন, আমরা প্রবাসে থেকেও ইতালি রাজনীতিতে উদ্বুদ্ধ হয়েছি এই দেশের রাজনীতিতে সুস্থ ধারার মন-মানসিকতা দেখেই রাজনীতির প্রতি আমার আগ্রহ এবং স্বপ্ন এগিয়ে যায় । আমরা আমাদের দেশেও এ ধরনের সুস্থধারার মন-মানসিকতার রাজনীতি প্রতিষ্ঠা হোক সেটাই প্রত্যাশা করি ।
ইতালি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর ফরাজী এবং সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু বলেন, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন আমাদের প্রবাসী বাংলাদেশীদের গর্ব । কবির হোসেন ইতালি রাজনীতিতে পা রেখেছেন এবং সফলতাও পেয়েছেন। তাই তার ইতালির রাজনীতির জীবনের পাশাপাশি সে বাংলাদেশ আওয়ামী লীগ ইতালির রাজনীতিতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি ।