শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: এখন চলছে বিজ্ঞান প্রযুক্তির চরম উন্নতির যুগ। এর প্রভাব পড়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে। চিকিৎসা বিজ্ঞানে রোবোটের ব্যবহার নতুন নয়। পৃথিবীর বেশ কিছু দেশে রোবোটের ব্যবহার করা হয় চিকিৎসা বিজ্ঞানে। তার মধ্যে একটা দেশ হল ভারত।
এর কয়েকটি উদাহরণ দিই। যেমন – ১) ২০১০ সালে এইমসের ইউরোলজি বিভাগের প্রধান ও অধ্যাপক, প্রেমনাথ ডোগরার নেতৃত্বে প্রথম ভারতে রোবোটের সাহায্যে অস্ত্রোপচার হয়েছিল।
২) ২০১৮ সালে গুজরাটে ড. প্যাটেল রোবোটের সাহায্যে হৃদযন্ত্রে অস্ত্রোপচার করেন।
৩) ২০১৯ সালে ব্রিটিশ মুলুকের রাজধানী লন্ডনে থোরাসিস সার্জেন কির্ক রোবোটের সাহায্যে
অস্ত্রোপচার করেছিলেন।
৪) সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির বুকে একজন ৩১ বছর বয়সী মহিলার রোবোটের মাধ্যমে অস্ত্রোপচার হয়।
এসব দৃষ্টান্ত দেখে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারিদিকে তাহলে কি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে রোবোট কি হবে মানুষের ভবিষ্যতের ভরসা?