কে এম আবুতাহের চৌধুরী, লন্ডন, যুক্তরাজ্য:
সাহসী সাংবাদিকতার এক প্রতীকের নাম
বাংলাদেশের রোজিনা ইসলাম,
সারা দুনিয়ার সাংবাদিকদের পক্ষ থেকে
তোমাকে জানাই হাজারো সালাম ।
দুর্নীতির বিরুদ্ধে তোমার শাণিত কলম
ছুরির চেয়েও ছিল আরো ধার ,
সৎ সাংবাদিকতার পথিকৃত তুমি
ধন্যবাদ জানাই বারে বার ।
কোটি কোটি টাকা লোপাট করেছে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসার,
তাদের দুর্নীতির প্রতিবেদন ছাপিয়ে
তুমি হলে হেনস্থার শিকার ।
লুটেরাদের বিরুদ্ধে জেগেছে সাংবাদিক
পৃথিবীর প্রতিটি দেশে দেশে,
কারাগার থেকে বের হয়ে আসবে তুমি
বীরাঙ্গনা নারী সাংবাদিকের বেশে ।
ইতিহাসের পাতায় থাকবে তোমার নাম
সোনালী অক্ষর দিয়ে লেখা ,
অনুসন্ধানী সাংবাদিকতার গুরু তুমি
পত্রিকার টেবিলে হবে দেখা ।
দুর্নীতিবাজদের ভিত কাঁপিয়ে দিয়েছ
জাঁদরেল এক নারী সাংবাদিক,
তোমার মসী অসীর চেয়ে শক্তিশালী
প্রশংসার ফুলঝুরি চারিদিক ।
সারা বিশ্ব জানে এখন তোমার নাম
বাংলাদেশের রোজিনা ইসলাম ,
বীরশ্রেষ্ঠ অকুতোভয় মহিলা সাংবাদিক
বৃথা যাবেনা তোমার কোন ঘাম ।
রোজিনার মতো সাহসী কলম সৈনিক
জন্ম নিক বাংলার ঘরে ঘরে ,
দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচিত হোক
ডুবে যাক ইতিহাসের আস্তাকুঁড়ে।