মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: ‘মেতে উঠুন টাকা পাঠানোর মহাউৎসবে’ আল রোস্তামানি ইন্টারন্যাশনাল এক্সচেইঞ্জ এর বিশেষ অফার অংশগ্রহণ করে ১৩ লাখ টাকা মূল্যের দামি গাড়ি পুরস্কার জিতলেন বাংলাদেশি যুবক আব্দুল কাদের। আল রোস্তামানি ইন্টারন্যাশনাল এক্সচেইঞ্জ এর রাস আল খাইমা শাখা থেকে দেশে টাকা পাঠিয়ে এই মেগা পুরস্কারের বিজয়ী হয়।
পুরস্কার বিজয়ী কাদেরের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। বর্তামানে সে রাস আল খাইমা সেন্টার মেডিকেল স্টোরে কর্মরত রয়েছেন। রাস আল খাইমার নিউ ক্লিনিং ইস্টাবিলিসমেন্ট লেবার ক্যাম্পে গত ১১বছর ধরে বসবাস করে আসছে। অবিশ্বাস্য ১৩ লাখ টাকা দামের গাড়ি পুরস্কার জিতে খুশি আব্দুল কাদের। গত ১৪ মে (মঙ্গলবার) আল রোস্তমানি ইন্টারন্যাশনাল এক্সচেইঞ্জ রাস আল খাইমাহ
ব্রাঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষ আব্দুল কাদেরের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও নূর গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ নূর খান। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের হেড অব রিটেইল সালিল রামাচন্দন, বাংলাদেশ রেমিটেন্স হেড অব বিজনেস মোহাম্মদ রাশেদ, ব্রাঞ্চ ম্যানেজার পাদমা কুমার, অপরেশন কোর্ডিনেটর সুধীর কোটিয়ান, টিউলিপ ফ্লাওয়ারের স্বত্বাধিকারী মাসুদ, প্রিন্সিপাল হাবিবুর রহমান প্রমুখ।